একুশে পদকপ্রাপ্ত তিন গুণীব্যক্তিদের ময়মনসিংহ প্রেসক্লাব সম্মাননা প্রদান

একুশে পদকপ্রাপ্ত তিন গুণীব্যক্তিদের ময়মনসিংহ প্রেসক্লাব সম্মাননা প্রদান

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার : বিএমটিভি নিউজ ডেস্ক ঃ একুশে পদকপ্রাপ্ত তিন গুণীব্যক্তিদের ময়মনসিংহ প্রেসক্লাব সম্মাননা প্রদান করা হয়েছে। ভাষা শহীদ আব্দুল জব্বার (মরনোত্তর), ভাষা সংগ্রামী মো. শামছুল হক (মরনোত্তর) ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ এবছর একুশে পদক পাওয়ায় ময়মনসিংহ প্রেসক্লাব আনুষ্ঠানিকভাবে তাদের সম্মাননা প্রদান করেন।

আব্দুল জব্বারের (মরনোত্তর) পক্ষে তাঁর সন্তান নুর ইসলাম বাদল, মো. শামছুল হকের (মরনোত্তর) পক্ষে তাঁর সন্তান গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি এবং জাফর ওয়াজেদ নিজে উপস্থিত থেকে ক্রেস্ট ও সম্মাননা গ্রহণ করেন।

শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন ক্লাব সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি ড. মো. নুরুল্লাহ, সাংবাদিক এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী পুত্র শরীফ আহমেদ এমপি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর মহাপরিচালক জাফর ওয়াজেদ, ভাষা শহীদ আব্দুল জব্বার ছেলে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাদল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, প্রেসক্লাব সহ-সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা, মো. নুরুল্লাহ, সাধারণ সম্পাদক বাবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চজালনা করেন বিভাগীয় সম্পাদক মো. আমিনুল ইসলাম ও নিয়ামুল কবির সজল।

এর আগে সম্মাননা প্রাপ্তদের উত্তরীও পড়িয়ে দেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আতাউল করিম খোকন, মোশাররফ হোসেন ও মোজাম্মেল হোসেন।

পরে সম্মাননা স্মারক পাঠ ও প্রদান করেন ক্লাব সদস্য শরীফুজ্জামান টিটু, হারুনুর রশিদ ও আতাউর রহমান জুয়েল।

LATEST POSTS