আই জিপি পুরস্কার পেলেন ত্রিশাল থানার সাহসিক এস. আই আমিনুল হক

image

You must need to login..!

Description

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ রেঞ্জের ত্রিশাল থানা আইনশৃঙ্খলায় সাহসিকতায় ভুমিকা রাখায় বাংলাদেশ পুলিশের আইজিপি ঘোষিত বিশেষ পুরস্কার পেলেন ত্রিশাল থানার চৌকস ও মেধাবী পুলিশের এস.আই আমিনুল হক। ২২নভেম্বর ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূইয়া এই পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কার্যালয়ের সিনিয়র সকল কর্মকর্তাসহ সহকারী পুলিশ সুপার ত্রিশাল সার্কেল অরিত সরকার ও ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মোঃ মাইন উদ্দিন। এস আই আমিনুল হক পুলিশ বাহিনীতে যোগদানের পর তার মেধা বৃদ্ধিমত্তা দিয়ে অইনশূঙ্খলার কাজে বিশেষ ভূমিকা রেখে যাচ্ছেন যা বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখবে। তাঁর চোখ ফাঁকি দিতে অপরাধীরা অক্ষম তেমনি অপরাধীদের আতংকের আরেক নাম পুলিশের এস আই আমিনুল হক। এই আমিনুল হক ১৯৮৯ সালে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার দাপুনিয়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।তাঁর পিতার নাম মোঃ নূরুল ইসলাম। মাতা পিতার ৪র্থ সন্তান তিনি। তাঁর শিক্ষা জীবন গাজীপুর ক্যান্টেনমেন্ট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও এইচ এস সি পাশ করেন ,গুরুদয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিবিএফ,এমবিএফ পাশ করার পর জগন্নাথ বিশ্ব বিদ্যালয় থেকে এমবিএ পাশ করে ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে র্সাব- ইন্সপেক্টর হিসেবে যোগদান করেন এই মেধাবী আমিনুল হক। প্রশিক্ষণ শেষে জামালপুর প্রথম যোগদান । পুলিশের চাকুরীতে যোগদানের শুরু থেকেই তার মেধা দিয়ে অত্যন্ত সুদক্ষতার মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হন। মাদক, সন্ত্রাস ,চুরি, ডাকাতির মত অপরাধ নির্মূল করতে এসআই আমিনুল ব্যাপক সফলতার স্বাক্ষর রাখেন। এরপর ময়মনসিংহ জেলার ভালুকা মডেল থানায় তিনি সাহসিকতার পরিচয় তুলে ধরেন । ভালুকায় কর্মরত থেকে এসআই আমিনুল হক গুরুত্বপূর্ণ মামলা গুলো তিনি দক্ষতার সাথে নিষ্পত্তি করেন এবং অপরাধীদের উপর জিরো টলারেন্স জারি করেন। পরে ত্রিশাল থানায় যোগদান করেন ত্রিশালে শুরুটা ছিল একদম সাদা-মাটা সাধারণ মানুষের মতোই তার চাল চলন। দিন যতই যেতে থাকে এস আই আমিনুল হক ত্রিশালে অপরাধীদের জন্য হয়ে উঠে মহাবিপদ! লাল সংকেত ধারী অপরাধী যেই ছিল কোন প্রকার ছাড় না দিয়ে একের পর এক ভয়ংকর অপরাধীদের গ্রেফতার করে সুনামের অর্জন করে নিয়েছেন। প্রাইভেটকারের মাধ্যমে গরু চুরি তার চোখ ফাঁকি দিতে পারে নাই চোর চক্রকে সনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হন এস আই আমিনুল হক। এরপর এস আই আমিনুল হক বদলী হয়ে ঢাকার মিরপুর মডেল থানায় যোগদান করেন সেখানেও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক অবদান রেখেছেন এরপর বদলী হয়ে আবারো ত্রিশাল থানায় যোগদান করেন । এস আই আমিনুল হক ত্রিশাল থানায় যোগদানের পর পরই অপরাধী চক্রের মাঝে শুরু হয় আতংক! সর্বপরি স্বীকৃতি স্বরূপ , বাংলাদেশ পুলিশের আই জি পি ঘোষিত সাহসিক কাজের জন্য এস আই আমিনুল হক বিশেষ পুরস্কারে ভুষিত হন ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার