ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৬

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ১৬

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী সংগীয় ফোর্সের সহায়তায় কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বয়ড়া এলাকা হতে বিস্ফোরক মামলার আসামী আলমগীর হোসেন দূর্জয় (২৫), পিতা-মোঃ জালাল উদ্দিন, সাং-বয়ড়া বেপারী পাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।

পুলিশ পরিদর্শক মারফত আলী সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ত্রিশাল থানা এলাকা হতে অপহরন মামলার আসামী হারুনুর রশিদ (৫৪), পিতা-হাজী রিয়াজুল ইসলাম ওরফে রেজু মিয়া, সাং-ত্রিশাল ভাটিপাড়া, মোঃ রহিম মিয়া
(৫০), পিতামৃত-আলিম উদ্দিন, সাং-ত্রিশাল চরপাড়া, মোঃ ইদ্রিস আলী (৪৬), পিতামৃত-আজমত আলী, সাং-ত্রিশাল ভাটিপাড়া, সর্ব থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) অসীম কুমার দাস কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বলাশপুর এলাকা হতে ভরন পোষণ মামলার আসামী কাঞ্চন (২৫), পিতা-মোঃ ইলিয়াস, সাং-বলাশপুর পালপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) কামরুল হাসান কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে স্টেশন এলাকা হইতে ডাকাতির চেষ্টা মামলার আসামী মোঃ শুভ (২২), পিতা- আঃ মালেক, কৃষ্টপুর দৌলত মুন্সি রোড, অলি @ হৃদয় (২৮), পিতা-আলমগীর @ আলম, সাং-কাচিঝুলি গোলাপজান রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়’কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) রফিকুল ইসলাম কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে নতুন বাজার এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী রতন মিয়া @ জুয়েল (২৫), পিতা-মোঃ বাবুল হোসেন, সাং-আউলিয়া নগর, থানা-ত্রিশাল, সাগর
মিয়া (৩০), পিতা-মোবারক আলী, সাং-নিজকল্পা গোহাইলকান্দি, এপি/সাং-একাডেমী রোড পুড়াবাড়ী গোহাইলকান্দি, থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহ’দ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) রুবেল মিয়া কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বাঘমারা এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী ১. মোঃ সাজ্জাদ ওরফে এন্ট্রি সাজ্জাদ(২৭),পিতা-মোঃ লিটন মিয়া, সাং-পাটগুদাম আটানীপুকুর ,থানা-কোতোয়ালী , জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) নিরুপম নাগ কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে চরপাড়া কপিক্ষেতস্থ স্বপন ড্রাইভারের বাসার ২য় তলার টিনসেড কক্ষের ভাড়াটিয়া ধৃত আসামী আসমা (৩৫) এর ভাড়াকৃত রুম হতে মাদক মামলার আসামী আসমা আক্তার (৩৫), পিতামৃত-হাবিব মিয়া, স্বামী-জাহাঙ্গীর, সাং-৩০৭ কপিক্ষেত গলি, চরপাড়া, এপি/সাং-চরপাড়া কপিক্ষে
স্বপন ড্রাইভারের বাসার ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তার নিকট হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আজগর আলী অভিযান চালিয়ে কোতোয়ালী থানা এলাকায় নাটক ঘরলেন সাকিনস্থ জনৈক সাইফুল ইসলাম এর বাড়ীর সামনে হতে মাদক মামলার আসামী ফারুক (৩৫), পিতামৃত-আনোয়ার হোসেন ওরফে আঃ জলিল, পটল মিয়া (৩৫), পিতা-বিল্লাল হোসেন, উভয় সাং-নাটক ঘরলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজীব অভিযান চালিয়ে কোতোয়ালী থানা এলাকায় ভাটি কাশর এলাকা হতে অন্যান্য মামলার আসামী মোঃ সোহেল (৩৫) পিতা-বাবুল মিয়া, সাং-বলাশপুর, থানা- কোতায়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

ইছাড়াও এসআই(নিঃ) ফারুক আহম্মেদ এবং এএসআই(নিঃ)মাহমুদুল হাসান পৃথক পৃথক অভিযান চালিয়ে ০২টি জিআর বডি তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় মোঃ আকাশ আলম মীর (১৮), পিতা- জাহাঙ্গীর আলম মীর, গ্রাম- রঘুরামপুর (সবজি পাড়া), ও অলি ওরফে হৃদয় (২৪), আলমগীর ওরফে আলম, গ্রাম-কাঁচিঝুলি গোলাপজান রোড (ভাস্যমান), উভয় থানা- ময়মনসিংহ কোতোয়া্লী সদর, জেলা-ময়মনসিংহ কে গ্রেফতার করা হয়।
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

LATEST POSTS