ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ৪৮ ঘন্টায় গ্রেফতার ৩২

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   গত ৪৮ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৩২ জনকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে পুলিশ। এরই অংশ হিসেবে গত ৪৮ ঘন্টায় বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামীসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বয়ড়া এলাকা হইতে বিস্ফোরক মামলার আসামী মাহাবুবুর রহমান (৩৮), পিতা-হাবিবুর রহমান, সাং-কালিবাড়ী বাইলেন, হাবিবুর রহমান হাবিব (৩৫), পিতামৃত-বছির, সাং-আকুয়া ডন মোড়, উভয় থানা-
কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়’কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) জহিরুল ইসলাম, সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর সবজিপাড়া মাঠখলা সাকিনস্থ শাহেদের মুদির দোকানে সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ০২ জন মাদক ব্যবসায়ী খোকন মিয়া (৩২), পিতামৃত-মলু হোসেন, সাং-রঘুরামপুর সবজি পাড়া মাঠখলা, হাবিবুর রহমান (৪০), পিতামৃত-আক্তার বেপারী, , সাং-চর লক্ষীপুর নামাপাড়া, উভয় থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাদের নিকট হইতে ০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এসআই(নিঃ) রফিকুল ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালী এলাকা হতে ডাকাতির চেষ্টা মামলার আসামী আরমান মিয়া (২৭), পিতামৃত-আঃ লতিফ, সাং-রহিমগঞ্জ, থানা- ফুলপুর, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।

ইছাড়াও এসআই(নিঃ)মনিরুজ্জামান, এএসআই(নিঃ)আবু হাসান, আঃ সাত্তার প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩টি জিআর বডি তামিল করা হয়।

জিআর গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতারকৃত ৩ জন হচ্ছেন মনা , আব্দুল মিয়া আলমগীর, সাং-ব্রাহ্মপল্লী, এ/পি চর কালিবাড়ী, মোঃ হাবিবুর রহমান , পিতা-মৃতঃ আক্তার বেপারী, স্থায়ী: গ্রাম- চরলক্ষীপুর, খোকন মিয়া (৩২), মলু হোসেন, স্থায়ী: গ্রাম- রঘুরামপুর (রঘুরামপুর সবজি পাড়া মাঠখলা) , উপজেলা ময়মনসিংহ সদর, জেলা -ময়মনসিংহ,
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ২৯/১১/২০২৩ তারিখ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।

পুলিশ পরিদর্শক ওয়াজেদ আলী, সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার চরপাড়া হতে বিস্ফোরক মামলার আসামী
মোঃ গোলাম মওলা(৪৭), পিতামৃতঃ ছিদ্দিক হোসেন, মাতামৃতঃ নুরজাহান, সাং-রঘুরামপুর, মোঃ লিটন
মিয়া (৩৫), পিতামৃতঃ সুলতান মিয়া, মোঃ রফিক (৪৮), পিতামৃতঃ আঃ রশিদ, উভয় সাং-মাসকান্দা গনেশ্যামপুর, ৪। মোঃ উসমান আহমেদ (৪০), পিতামৃতঃ শামছুদ্দিন, মাতা-মোছাঃ ফাতেমা, সাং-চৈতলামারী, পল্লী বিদ্যুৎ অফিসের সামনে, সিরাজুল ইসলাম সিরু (৩৮), পিতা-আঃ খালেক, সাং-কাঠগোলা বাজার, আরিফুল ইসলাম (৩৫), পিতামৃতঃ আমিন মিয়া,, সাং-কাঠগোলা বালুরঘাট, সর্ব থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদের’কে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) রুবেল মিয়া,সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রিজ সংলগ্ন জয় বাংলা চত্বর এর সামনে পাকা রাস্তার উপর হতে ০২ জন মাদক ব্যবসায়ী সানোয়ার হোসেন ওরফে সানি(২৭),পিতা মোঃ আশরাফ আলী, সাং-পাটগুদাম আটানিপুকুরপাড়, শাহারূপ মিয়া(২২),পিতা আজাহারুল ইসলাম, সাং-চর ঈশ্বরদিয়া মিল গেইট, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং আসামীদের নিকট হতে ১০ গ্রাম হেরোইনের মোট মুল্য অনুমান ১,০০,০০০/-(এক লক্ষ টাকা) উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) আসাদুজ্জামান সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার গাঙ্গিনারপাড় রমেশ সেন রোড পতিতা পল্লী হতে অন্যঅন্য মামলার আসামীদেরকে গ্রেফতার করেন। আসামীদের ঠিকানা নিম্নরূপ মোঃ হেলাল (৫০), পিতা-আবুল কাশেম, সাং-আকুয়া বাইপাস, জহুরুল ইসলাম (৪৮), পিতামৃতঃ মিরাজ আলী, সাং-মাসকান্দা, সেলিম (৫৫), পিতামৃতঃ আব্দুল করিম, সাং-মাছ বাজার, বাবু মিয়া (৪০), পিতা-মুসা, সাং-ব্রাহ্মপল্লী, সদর আলী (৪৮), পিতামৃতঃ আঃ ছত্তর, সাং-কৃষ্টপুর, মিজান (৩০), পিতা-মতি, মাসুদ খান (৩৫), পিতা-রমজান খান, উভয় সাং-উজান ঘাগড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
এসআই(নিঃ) আল মামুন কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া পাটগুদাম ব্রীজ মোড় হতে অন্যান্যা মামলার আসামীদেরকে গ্রেফতার
করেন।
আসামীদের ঠিকানা নিম্নরূপ মনির (২৭), পিতা-মতিউর রহমান, সাং-বাঘেরকান্দা, অমিত (২৮), পিতা-সামিদুল ইসলাম, সাং-চর কালিবাড়ী, উভয় থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
এসআই(নিঃ) নিরুপম নাগ সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার এসকে হাসপাতালের সামনে হতে ডাকাতির চেস্টা মামলার আসামী ইমন (২৬), পিতা-মোরশেদ আলী, সাং-কালিবাড়ী গুদারাঘাট এসকে হাসপাতালের সামনে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।

এসআই(নিঃ) শামছুজ্জামান, সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রীজ মোড় হতে বিশেষ ক্ষমতা আইনে মামলায় আসামী রেজাউল করিম মিন্টু (৪১), পিতা-আঃ জলিল কেরানী, মাতা-রেজিয়া খাতুন, সাং-চর খরিচা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মনিরুজ্জামান,সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানার জিলা স্কুলের সামনে হতে চুরি মামলার আসামী শফিকুল ইসলাম (৩২), পিতা-মৃতঃ মিজানুর রহমান, সাং-পৌলানপুর, পোঃ- পাঁচদুনা, থানা-সদর, জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়।

ইছাড়াও এসআই(নিঃ) আনিসুর রহমান, মাসুদ জামালী, আশিকুল হাসান থানা এলাকা হতে ০৩টি সিআর এবং এসআই(নিঃ) সাজ্জাদ হোসেন সজীব থানা এলাকা হতে ০১টি জিআর মোট ০৩টি সিআর এবং ০১টি তামিল করা হয়।

সিআর গ্রেফতারী পরোয়ানায় গ্রেফতারকৃত ৩ জন হচ্ছেন মোঃ সিফাত হোসেন (), পিতা-মোঃ সুরুজ আলী, স্থায়ী: (সাং: গনেশ্যাম পুর) , কামরুজ্জামান ৥ কাঞ্চন, পিতা-কামাল উদ্দিন, সাং-রঘুমারপুর (শম্ভুগঞ্জ), মোঃ কামরুজ্জামান ৥ কাঞ্চন, পিতা-কামাল উদ্দিন, সাং-রঘুমারপুর (শম্ভুগঞ্জ), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।

জিআর গ্রেফতারী পরোয়ানায় ০১ জন হলেন সানোয়ার হোসেন ওরফে সানি (), পিতা-আশরাফ আলী, পাটগুদাম রোড (আটআনী পুকুরপাড় (পাটগুদাম) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর,-ময়মনসিংহ,

প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার