অসহায় হতদরিদ্র পরিবারকে অটোরিক্সা দিলেন ময়মনসিংহের পুলিশ সুপার

অসহায় হতদরিদ্র পরিবারকে অটোরিক্সা দিলেন ময়মনসিংহের পুলিশ সুপার

BMTV Desk No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহে অসহায় হতদরিদ্র মোঃ আব্দুল লতিফ (৫০) কে তাঁর পরিবারের উপার্জনের জন্য অটোরিক্সা তুলে দিলেন পুলিশ সুপার মাছুম আহমদ ভূঞা। লতিফ রিক্সা পেয়ে আবেগে আপ্লুত হয়ে কেঁদে পেলেন। অসহায় পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটালেন পুলিশ সুপার। রিক্সাচালক লতিফ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চরকালিবাড়ী গ্রামের জোবেদ আলির পুত্র।
উল্লেখ্য দরিদ্র মোঃ আব্দুল লতিফ এর রিক্সাটি কিছুদিন পূর্বে কে বা কাহারবা চুরি করে নিয়ে যায় এর পর থেকে তিনি পরিবারের সদস্যদের নিয়ে অনাহারে দিনাতিপাত করছিলেন এ সংবাদ পেয়ে ওসি শাহ কামাল আকন্দ পুলিশ সুপারের নির্দেশনায় অসহায় হতদরিদ্র মোঃ আব্দুল লতিফ এর পরিবারের খোঁজ খবর নিয়ে দু’মুঠো ভাত খেয়ে পড়ে বেচেঁ থাকার জন্য থানা পুলিশের সকলের সহায়তায় এ অটোরিক্সাটি প্রদান করা হয়।
শনিবার সন্ধ্যা রাতে কোতোয়ালী থানার অফিসার সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে কোতোয়ালী থানা পুলিশের সকলের সহায়তায় মানবিক পুলিশ সুপার একটি পরিবারকে আয়ের উৎস হিসেবে সাংসারিক উপার্জনের চলার পথ করে দিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) সর্বাধিক সহযোগিতা এ্ই রিক্সাটি তুলে দেয়া হয়। ##

মতিউল আলম