ময়মনসিংহ-৪ আসনে এবার লড়াই হবে নৌকার প্রার্থী শান্তর সাথে স্বতন্ত্র প্রার্থী শামীমের

image

You must need to login..!

Description

উবায়দুল হক,বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ-৪ (সদর) আসনটি জাপার গত দশম ও একাদশ দুইটি নির্বাচনে নির্বাচিত এমপি বেগম রওশন এরশাদ এবার নির্বাচন না করায় এ আসনটিতে নৌকার প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত সদর আসনে দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন।তবে শান্তকে লড়তে হবে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিনুল হক শামীমের সঙ্গে। এ ছাড়াও তিনি এফবিসিসিআইয়ের সাবেক সহ সভাপতি। নির্বাচনে লড়তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শামীম পেয়েছেন ট্রাক প্রতীক। এ অবস্থায় নৌকার সঙ্গে ট্রাকের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন ময়মনসিংহ সদরবাসী।

মনোনয়ন সংগ্রহের পর থেকেই এই দুই প্রার্থী বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। এতে দলীয় নেতাকর্মীরাও মূলত দুই ভাগ হয়ে গেছেন। নৌকার পক্ষে দলের একটি পক্ষ কাজ করলেও স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীমের সঙ্গে আ.লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের গুরত্বপূর্ণ ও বেশিরভাগ নেতাকর্মীকে দেখা গেছে। একই সঙ্গে পরিবহন মালিক, শ্রমিক ও ব্যবসায়ী নেতারাও কাজ করছেন শামীমের সঙ্গে।

গত সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর আসনে ১০ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। প্রতীক পাওয়ার পরই দুই প্রার্থী শান্ত ও শামীম নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
নৌকার প্রার্থী মোহিত উর রহমান শান্ত বলেন, নির্বাচনের মাঠে বিএনপি না থাকায় আর কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। আমার নির্দিষ্ট কোনো ইশতেহার নেই। তবে আমি নির্বাচিত হলে এই শহর সন্ত্রাস ও মাদকমুক্ত করব। শহরের যানজট নিয়ে কাজ করব। এজন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ ও রেললাইন সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক শামীম বলেন, আমি নির্বাচিত হলে ময়মনসিংহ সদরসহ পুরো জেলার উন্নয়নে কাজ করব। ময়মনসিংহ সদরে সন্ত্রাসী-চাঁদাবাজ থাকতে পারবে না। এ আসনে আওয়ামী লীগের কোনো এমপি না থাকায় এ জনপদে যথাযথ উন্নয়ন হয়নি। রাস্তাঘাট-স্বাস্থ্য ব্যবস্থাসহ অন্যান্য খাত প্রায় বিপর্যস্ত। এসব দিকে আমি প্রথমে নজর দেব। এরপর কর্মসংস্থান সৃষ্টি করাসহ স্মার্ট ময়মনসিংহ সদর গড়তে আমি কাজ করব।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার