স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মোট ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, এসআই (নিঃ) আজগর আলী, ০৩নং পুলিশ ফাড়িঁ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া মোড়ল পাড়া সাকিনস্থ তাজন হজন রোডস্থ জনৈক লিয়াকত এর বাড়ীর সামনে পায়ে হাটা রাস্তার উপর হতে মাদক মামলায় আসামী হারুনুর রশিদ (৩৪), পিতামৃত-লাল মিয়া, সাং-আকুয়া মোড়ল পাড়া তাজন হজন রোড, মাহফুজুল হক (৩৮), পিতা-হাজী ফজলুল হক, সাং-আকুয়া মোড়ল পাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের নিকট হতে আলামত BUPRENORPHINE INJECTION IP 2ML লেখা বিশিষ্ট মোট (৪০+৩০)=৭০(সত্তর) পিস নেশা জাতীয় ইনজেকশন, যাহার ওজন (৭০x২)=১৪০ ML মূল্য অনুমান ২৫,০০০/-(পচিশ হাজার)টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান, ০৩নং পুলিশ ফাড়িঁ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া চুকাইতলা বড়বাড়ী বৌ বাজারস্থ জনৈক আশরাফুল মিয়ার মনোহারী দোকানের সামনে ফাকা জায়গা হতে মাদক মামলায় আসামী রিমন (২৬), পিতা-হারুনুর রশিদ, সাং-আকুয়া চুকাইতলা বড়বাড়ী বৌ বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন এবং আসামীর নিকট হতে আলামত একটি সাদা পলিথিনের কাগজ দ্বারা মোড়ানো ০১(এক)পুটলা কথিত হেরোইন, যাহার ওজন ১০(দশ)গ্রাম মূল্য অনুমান ১,০০,০০০/-(এক লক্ষ)টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) কামরুল হাসান, ০৩নং পুলিশ ফাড়িঁ, কোতোয়ালী মডেল থানা, ময়নসিংহ সংগীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকা হতে ডাকাতির চেস্টা মামলায় আসামী শফিকুল ইসলাম শফিক (৩৫), পিতামৃত-আহসান আলী, সাং- চরপাড়া জনতা ব্যাংকের পিছনে কাউন্সিলরের গলি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) ত্রিদীপ কুমার বীর সঙ্গীয় ফোর্স র্যাব-১৪ র্যাব-১০, কেরানীগঞ্জ, ঢাকা এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি, ঢাকার কামরাঙ্গীর চর থানাধীন আশরাফাদ উচ্চ বিদ্যালয় রোডস্থ খান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে হতে হত্যা মামলার আসামী আরিফুল ইসলাম সাজু ওরফে সাজু আহম্মেদ (২৫), পিতা-ওয়াজ উদ্দিন, সাং-চর ভবানীপুর, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহাছাও এসআই(নিঃ) আজগর আলী, শুভ্র সাহা, শামছুজ্জামান এবং এএসআই(নিঃ)মাসুম রানা প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৪টি জিআর তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৪ জন হচ্ছেন রাজিব আহম্মেদ ওরফে রাজু (৩৫), মৃত আব্দুস ছালাম, স্থায়ী : গ্রাম-সেনবাড়ী রোড মোঃ বাবলু (২৬), পিতা-মোঃ রফিকুল ইসলাম, স্থায়ী: গ্রাম- বাশ বাড়ী কলোনী (বাঁশ বাড়ী কলোনী বাজার) রাজিব আহম্মেদ ওরফে রাজু (৩৫), মৃত আব্দুস ছালাম, স্থায়ী : গ্রাম-সেনবাড়ী রোড , কামরুল হাসান সুমন (), আঃ আজিজ, সাং-পাটগুদাম রোড, সকলের থানা- কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ
প্রত্যেক আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।