You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজ মুক্তাগাছা থানা পুলিশ গত ২৫ ফেব্রুয়ারি রাত পৌণে ৯টায় মুক্তাগাছা পাড়াটুঙ্গী রহিমা জান্নাতুল জামে মসজিদের পাশ থেকে ০৬(ছয়) বছরের অজ্ঞাত কন্যা শিশুর লাশ উদ্ধার করার ঘটনা রহস্য উদঘাটন করেছে ময়মনসিংহ ডিবি পুলিশ। জামালপুর বাবার কাছে চলে আসতে চাওয়ায় মায়ের মারধরে মেয়ে সুচী খুন হয়। নিহত সুচীর মা চম্পা বেগম ওরফে রুমাকে (২৬)গ্রেফতার করে আদালতে হাজির করলে স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করে।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ২৫ ফেব্রুয়ারি রাত পৌণে ৯টায় মুক্তাগাছা পাড়াটুঙ্গী রহিমা জান্নাতুল জামে মসজিদের পাশে ০৬(ছয়) বছরের অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ। ২৬ ফেব্রুয়ারি’২১ লাশের পরিচয় পাওয়া যায়। মুক্তাগাছা থানায় ভিকটিমের বাবা জামালপুর সদরের চিথলিয়া গ্রামের মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করে। যার মামলা নং-২০, তারিখ-২৭ফেব্রুয়ারি২১ । পুলিশ সুপারের নির্দেশে মামলাটি ডিবিতে হস্তান্তর হয়। পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবির ওসি, শাহ কামাল আকন্দের তত্বাবধানে মামলাটি তদন্তকালে এসআই(নিঃ) পরিমল চন্দ্র সরকার একটানা অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ভিকটিমের মা চম্পাকে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থেকে ১/মার্চ ভোরে গ্রেফতার করে। ভিকটিম সূচী তার বাবা সাইফুলের নিকট লালিত পালিত হয়। মা চম্মা ০৩(তিন) বছর পূর্বেই স্বামী সাইফুলকে রেখে বগুড়া চলে যায়। বগুড়া সদর থানার ঘুন্ডিমোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। একমাস আগে ভিকটিমের মা বগুড়া থেকে জামালপুর এসে কাউকে না বলে তার দাদির নিকট থেকে সূচীকে নিয়ে বগুড়া চলে যায়। কিন্তু ভিকটিম সূচী বগুড়া তার মায়ের নিকট থাকতে চাইনি। এজন্য মা তাকে প্রায়ই মারধর করত। ঘটনার ৪/৫ দিন আগে সূচীকে মাথায় আঘাত করে। এক পর্যায় সে অসুস্থ্ হলে বগুড়া হাসপাতালে ভর্তি করে। ০১ দিনপর শিশুটি মারা যায়। মৃতদেহ পরেরদিন শিশুটির মা বাস যোগে ময়মনসিংহ মুক্তগাছা এনে মসজিদের কাছে ফেলে পালিয়ে যায়। আসামীকে ০২মার্চ বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হাফিজ আল আসআদ ২নং আমলী আদালতে সোর্পদ করা হলে, হত্যাকান্ডের বর্ণনা দিয়ে বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলার আসামীর জামালপুর সদর আড়ালিয়া গ্রামের মৃত ইব্রাহিম এর কন্যা মোছাঃ চম্পা বেগম ওরফে রুমা (২৬) । বর্তমান টিকানা বগুড়া সদর, নারুলী মধ্যপাড়া রফিকুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া।