You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে গফরগাঁয়ের চাঞ্চল্যকর নয়ন হত্যা মামলার ১ জন আসামী গ্রেফতার।
ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি ফারুক হোসেন জানান, গত ৭ মার্চ সন্ধ্যা অনুমান সাড়ে ৭টায় মামলার ভিকটিম নয়ন (৩০) মোটরসাইকেল যোগে নিজ বসত বাড়ী হতে গফরগাঁও বাজারে আসার জন্য রওনা হয়ে গফরগাঁও টু ভালুকা রোডে গন্ডগ্রাম সাকিনস্থ জনৈক ফারুকের ধানের খলা সংলগ্ন রাস্তায় পৌঁছামাত্রই মোটর সাইকেল গতিরোধ করিয়া আসামীগন পূর্ব পরিকল্পতিভাবে হত্যার উদ্দেশ্যে রাম দা, ছেনদা, চাপাতি, লোহার পাইপ দিয়ে এলোপাথিরভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিমের বড় ভাই মোঃ আশরাফুল ইসলাম সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে এসে ভিকটিমকে চিকিৎসার জন্য গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমের অবস্থা আশংকা জনক দেথে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু ভিকটিমের ভাই ভিকটিম নয়নকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে না নিয়া ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া যাওয়ার পর ৮ মার্চ রাত অনুমান পৌণে ৩টায় কর্তব্যরত ডাক্তার ভিকটিম নয়নকে মৃত ঘোষণা করেন। এই সংক্রান্তে ভিকটিমের বড় ভাই মোঃ আশরাফুল ইসলাম বাদী হয়ে গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করলে গফরগাঁও থানার মামলা নং-০৪, তারিখ-১১/০৩/২০২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। মামলা রুজু হওয়ার পরপরই পুলিশ সুপার, মাছুম আহাম্মদ ভুইয়ার দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জের নেতৃত্বে একটি টিম অভিযান চালিযে গত ১৬ মার্চ ঢাকার দক্ষিনখান থানার হলান এলাকা হতে ঘটনায় জড়িত আসামী আবুল কালম রিপন (৫২), পিতা-মৃত আঃ লতিফ, সাং-পাঁচুয়া, থানা-গফরগাঁও, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।###