ময়মনসিংহে ট্রাকভর্তি ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

ময়মনসিংহে ট্রাকভর্তি ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ গ্রেফতার ১

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ 
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা এক ট্রাকভর্তি ৪০০ বস্তা চিনিসহ ১ জনকে গ্রেফতার করেছে।এ বিষয়ে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করে পুলিশ আসামীকে ৫ দিনের রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


জেলা গোয়েন্দা শাখা (ডিবি), ময়মনসিংহ এর অফিসার-ইনচার্জ, মোঃ ফারুক হোসেন এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) তে কর্মরত এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল, এসআই(নিঃ) আল্লামা ইকবাল কবির সম্রাট ও সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার ৪নং চন্ডিপাশা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের অন্তর্গত বাঁশহাটি বাজারস্থ জনৈক মাহাবুবুল আলম ভূইয়া এর কাঠের স’মিলের সামনে হতে গত ১৬ মে দিবাগত রাতে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা এক ট্রাকভর্তি ৪০০ বস্তা ভারতীয় চিনিসহ আসামি নেত্রকোনা সদর দুগিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র খাইরুল ইসলাম (২১) কে গ্রেফতার করেন। ভারতীয় চিনি অবৈধভাবে নিয়ে আসার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামী ও চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে নিয়ে আসা এক ট্রাক বোঝাইকৃত ৪০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধারের বিষয়ে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করে আসামীকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।###

মতিউল আলম