You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজ
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশ আজ সর্বগ্রাসী মহাসঙ্কটে নিপতিত। এই মহাসঙ্কট থেকে দেশ ও জাতিকে উদ্ধার করতে , দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি,আদর্শ অনুসরণ করতে হবে ।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ,মহান স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । এর আগে হালুয়াঘাট পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে হালুয়াঘাট উপজেলা ও পৌর ছাত্রদলের আয়োজনে শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর আলোকচিত্র ও বই প্রদর্শনী উদ্বোধন , কলেজে বৃক্ষ রোপন, পোস্টার সাটানো এবং মহিলা দলের উদ্যোগে দোয়া ও দুঃস্থ মহিলাদের মাঝে বস্ত্র বিতরণ করে ।
এসকল অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের হৃদয়ের মনিকোঠায় শহীদ জিয়ার অবস্থান।আওয়ামী লীগ সরকার বার বার শহীদ জিয়ার নাম মুছে ফেলার ষড়যন্ত্র করলেও তা ব্যার্থ হয়েছে। শহীদ জিয়ার গণমুখী রাজনীতির কাছে আওয়ামী রাজনীতি বার বার পরাজিত হয়েছে। তিনি বলেন, বেনজীর ও আজিজদের সৃস্টি করেছে আওয়ামী লীগ ।আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা,সহযোগীতা ও আশ্রয়-প্রশ্রয়ে তারা দুর্ণীতি,লুটপাট ও মানবাধিকার লঙ্ঘন করেছে । হাজার হাজার বেনজীর ,আজিজ দেশময় দাপিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের দাপটে। এদের ওপর ভর করেই আওয়ামী লীগ ভোটের নামে প্রহসন করে জোর করে ক্ষমতায় টিকে আছে । আওয়ামী লীগ এদের স্ব-প্রনোদিত হয়ে ধরছে না, তাদের দুর্ণীতি ,লুটপাট,ক্ষমতার দাপটের জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আসার পরেও তাদেকে বিচার না করে প্রইজ পোষ্টিং দিয়েছে, তাদের পক্ষে সাফাই গেয়েছে। এখন যখন তাদের দুর্নীতির বিশদ বিবরণ গণ মাধ্যমে প্রকাশিত হচ্ছে,তখন আওয়ামী লীগ জনরোষ থেকে নিজেদের রক্ষা করতে বিচারের কথা বলছে।আওয়ামী লীগের আশ্বাসে জনগণের বিশ্বাস নাই।এর আগেও আওয়ামী লীগ দম্ত-নখহীন দুদককে দিয়ে অনেক দুর্নীতিবাজকে তদন্তের নামে ‘নির্দোষ সনদ’ দিয়েছে।আজিজ,বেনজীরদের বেলায় এরকম হবে না, তার নিশ্চয়তা নাই, কারণ এরা আওয়ামী লীগ সরকারের বেনিফিশায়ারী, আওয়ামী লীগও এদের দ্বারা বেনিফিশায়ারী।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিষয় ভিত্তিক আলোচনা করা হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল ‘ শহীদ জিয়ার জীবন ও মুক্তিযুদ্ধ’ , হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ ‘ শহীদ জিয়ার গণমুখী রাজনীতি ও বাংলাদেশী জাতীয়তাবাদ’, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ‘ শহীদ জিয়ার অর্থনৈতিক নীতি ও স্বনির্ভর বাংলাদেশ ‘উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মোফাজ্জল হোসেন ‘ শহীদ জিয়ার কর্মমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা নীতি’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। তাদের আলোচনার প্রশ্নোত্তর পর্বে
পর উপস্থিত নেতাকর্মীরা শহীদ জিয়ার বিষয়ে প্রশ্ন করেন,নেতৃবৃন্দ উত্তর দেন।সভায় শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আরও বক্তব্য রাখেন
ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল , জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম ,শ্রমিক দলের বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল গণি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,,উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন ,পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর প্রমুখ ।