You must need to login..!
Description
মতিউল আলম, বিএমটিভি নিউজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নত সড়ক নেওয়ার্ক গড়ে তোলার জন্য সড়ক বিভাগকে দায়িত্ব দিয়েছেন। এর ধারাবাহিকতায় সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ময়মনসিংহ জোনের অধীন বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার উন্নত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তরিকতার সাথে কাজ করছে বলে জানিয়েছেন সওজ ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর খাগডহরে সওজ ময়মনসিংহ জোন অফিসের আওতাধীন বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সমন্বয়ে এক গণশুনানি অনুষ্ঠানে সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ সড়ক জোনের কার্যক্রম সম্পর্ক গণশুনানীতে ময়মনসিংহ নগরীর ভেতর সড়কগুলো সংস্কার ও প্রশস্তকরণ, ব্রহ্মপুত্র নদের আরো ৩টি সেতু নির্মাণ, ৬ জেলার আন্তঃজেলা সড়কগুলো ৪ লেনে উন্নত করা, তারাকান্দা-ধোবাউড়া সড়ক সওজের অধীনে এনে উন্নয়ন করাসহ বিভিন্ন নতুন নতুন সড়ক সৃষ্টি করে হাট-বাজারগুলো বাইপাস করে সড়ক নির্মানের দাবী জাননো হয়।
এতে আরো বক্তব্য রাখেন সওজ ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ.কে.এম আজাদ রহমান ও সওজ জামালপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী যথাক্রমে মোঃ ওয়াহিদুজ্জামান (ময়মনসিংহ), রিতেশ বড়ুয়া (কিশোরগঞ্জ), মোঃ অলিউল হোসেন (টাঙ্গাইল), কেবিএম সাদ্দাম হোসেন (জামালপুর ), খন্দকার মোঃ শরীফুল আলম (শেরপুর) ও হামিদুল ইসলাম ( নেত্রকোণা) ।
বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করেন সাংবাদিক এএইচএম মোতালেব (খবর), মোঃ নজরুল ইসলাম (আমাদের সময়), মতিউল আলম ( মানবজমিন), নজীব আশরাফ (করতোয়া), জগলুল পাশা রুশো (প্রথম আলো), রুহুল আমীন খান (ভোরের কাগজ), ফখরুল আকন্দ ( ফটো সাংবাদিক কেটিভি) প্রমূখ।