ময়মনসিংহ নগরীতে ট্রেন অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা

ময়মনসিংহ নগরীতে ট্রেন অবরোধ করে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহ নগরীতে জামালপুরগামী অগ্নিবীণা এক্সেপ্রেস ট্রেন অবরোধ করেছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার (৭ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর সানকিপাড়া লেভেল ক্রসিং এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ ট্রেন অবরোধ করে।এতে ট্রেনযাত্রীরা ব্যাপক ভোগান্তিতে পড়েন।

এ সময় বিকেল ৩টা ৪০মিনিট থেকে ৪টা ৩০মিনিট পর্যন্ত নগরীর সানকিপাড়া লেভেল ক্রসিং এলাকায় জামালপুরগামী অগ্নিবীণা এক্সেপ্রেস ট্রেনটি আটকা পড়ে। এ আন্দোলনে নগরীর আনন্দমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, কোটা প্রথা বাতিলের দাবিতে দেশব্যাপী বাংলা ব্লকেড কর্মসূচির আওতায় এ ট্রেন অবরোধ করা হয়েছে। অবিলম্বে কোটা প্রথা বাতিল করা না হলে যে কোনো কর্মসূচি বাস্তবায়নে রাজপথে আরও কঠোর হতে বাধ্য হবে ছাত্র সমাজ।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট মো. নাজমুল হক খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনে মুখে জামালপুরগামী অগ্নিবীণা এক্সেপ্রেস ট্রেনটি কিছুক্ষণ আটকা পড়েছিল। তবে এখন ময়মনসিংহ-জামালপুর রেলপথে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

প্রসঙ্গত, এর আগে কোটা প্রথা বাতিলের দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীরা দুই দফা ট্রেন অবরোধ করেছিল।##