You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা প্রথা বাতিলের দাবিতে সারা দেশে চলছে বাংলা ব্লকেড কর্মসূচি। এর অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আবারও রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।বুধবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা ট্রেনটি অবরোধ করেন তারা। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ ছাড়া কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখান করেছেন বাকৃবি শিক্ষার্থীরা।জানা যায়, বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মুক্তমঞ্চে এসে সমবেত হন শিক্ষার্থীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে অবস্থান নেন তারা। এ সময় তারা রেললাইন অবরোধ করে বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।একই সঙ্গে চলমান কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখান করেছেন বাকৃবি শিক্ষার্থীরা। তিস্তা এক্সপ্রেস ট্রেনটিকে এখনো অবরোধ করে রেখেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য দুপুরে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সরকারি চাকরির সকল গ্রেডে (৯ম-২০তম) বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধু অনগ্রসর, প্রতিবন্ধী এবং মুক্তিযোদ্ধা কোটা সর্বোচ্চ পাঁচ শতাংশ রাখার দাবিতে এই আন্দোলন শুরু করেছেন তারা।##
মতিউল আলম