বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত হাফেজ মফিজুল ইসলাম আর নেই

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গাজীপুরের মাওনায় পুলিশের গুলিতে আহত হাফেজ মফিজুল ইসলাম গতকাল শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

আজ রবিবার সকালে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের দাড়িপাড়া গ্রামে শহীদ হাফেজ মফিজুল ইসলাম এর জানাজা ও দাফন অনুষ্ঠিত হয় । বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জানাজা ও দাফন কাজে উপস্থিত ছিলেন ।
তিনি শহীদের পিতা ও ভাইয়ের সাথে সাক্ষাৎ করে তাদেরকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানান ও তার আত্মার মাগফেরাত কামনা করেন । জানাজার পূর্বে এমরান সালেহ প্রিন্স তার বক্তব্যে শহীদ
মফিজুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, তার আত্মত্যাগ বৃথা যাবে না।শেখ হাসিনা নির্মম ,নিষ্ঠুরভাবে গণহত্যা চালিয়ে নিকৃষ্টতম স্বৈরাচারে পরিণত হয়েছে । গণহত্যার দায়ে অবশ্যই শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হতে হবে।তিনি ছাত্র গণ আন্দোলনের শহীদদের বীরের মর্যাদা এবং তাদের অসচ্ছল পরিবারের সহযোগিতায় রাষ্ট্রকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান ।
তিনি বলেন, শহীদ মফিজুল ইসলামসহ আন্দোলনে শাহাদাৎ বরণকারীদের রক্ত বৃথা যেতে পারে না । স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে নতুন যে অভিযাত্রা শুরু হয়েছে তা সফল করে শহীদের রক্তের ঋণ পরিশোধ করা হবে ।

এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান ,,আবদুস শহীদ,রুহুল আমিন,দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির ,সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ তালুকদার, গাজীউর রহমান,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন , উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল হাসান সুমন,উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মিজানুর রহমান মানিক, সদস্য সচিব শামিম ইসলাম, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক ওসমান গনি ,,সদস্য সচিব হাসান শাহসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক মানুষ জানাজায় উপস্থিত ছিলেন ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার