গফরগাঁও পৌরসভার মেয়র সুমন জনতার হাতে আটকঃ পুলিশে সোপর্দ

গফরগাঁও পৌরসভার মেয়র সুমন জনতার হাতে আটকঃ পুলিশে সোপর্দ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
গফরগাঁও পৌরসভার মেয়র এস এম ইকবাল হোসেন (সুমন) জনতার হাতে আটক হয়েছে। গফরগাঁও থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, র্দীঘ দিন ধরে গফরগাঁও পৌর মেয়র পলাতক ছিলেন। আজ সোমবার সকাল ১১টার দিকে পৌরসভা কার্যালয়ে উপস্থিত হলে উত্তেজিত জনতা তাকে আটক করে গফরগাঁও থানায় পুলিশের নিকট সোপর্দ করে। মেয়র ইকবাল হোসেন সুমন র্দীঘদিন ধরে নানান দুনীর্তি সাথে জড়িত ছিলেন এবং তার নির্দেশে পৌরসভাসহ আশপাশে এলাকাগুলোতে অনেক ঘরবাড়ি ভাঙচুর ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিলো বলে জানা গেছে।
এ রির্পোট লেখা পর্যন্ত গফরগাঁও থানায় মেয়র আটক রয়েছে। গফরগাঁও থানার ভিতরে ও বাহিরে সেনামোতায়ন রয়েছে। গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান খান জানান, অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থার গ্রহণ করবো।##

মতিউল আল