আ’লীগের প্রভাব দেখানো অধ্যক্ষ ও এক শিক্ষককে অপসারণের দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন

image

You must need to login..!

Description

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিম এবং শরীর চর্চা শিক্ষক আমিনুল হক এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসি। সোমবার দুপুরে স্কুল মার্কেটের সামনে ঘুষ, দূর্নীতি, নিয়োগ বাণিজ্য ও আওয়ামী শাসনামলের বি়ভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীদের নিপিড়ন নির্যাতনের অভিযোগ তুলে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা বাজারের পাশেই উপস্থিত উচাখিলা স্কুল এন্ড কলেজ। সেই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ১১ মার্চ ২০০২ সালে যোগদান করেন মোহাম্মদ আব্দুল হালিম। যোগদানের পর থেকেই ২০০৮ সাল পর্যন্ত ভালো ভাবেই স্কুল পরিচালনা করেন তিনি। তবে ২০০৮ সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকেই দলীয় প্রভাব দেখিয়ে সব বিষয়ে শুরু করেন নানা অপকর্ম। তখন সেই অপকর্মের বিরুদ্ধে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা প্রতিবাদ করলে তিনি শুরু করেন নানান রকম হুমকী ধামকী। এদিকে আওয়ামী সরকার ৫ আগস্ট ২০২৪ তারিখে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে শুরু করে প্রতিবাদ। সেই প্রতিবাদের অংশ হিসেবে সোমবার (২ সেপ্টেম্বর ২০২৪) দুপুরে স্কুল মার্কেটের সামনে ওই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
মানববন্ধনে উপস্থিত সকলেই সেই অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হালিমের পদত্যাগ ও তার অপকর্মের বিচার দাবি জানান। এদিকে উক্ত স্কুল এন্ড কলেজের শরীর চর্চা শিক্ষক আমিনুল হক আওয়ামী ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অপকর্ম করায় তার বিচার দবিতে মানববন্ধন করে। মানববন্ধনে ওই শরীর চর্চা শিক্ষক আমিনুল হকের পদত্যাগ ও শান্তি দাবি করেন শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, উচাখিলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ পেয়েছি। সেই অভিযোগ পাওয়ার পর আমরা একটা তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন জমা দিলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার