ময়মনসিংহ জেলা পরিষদ সাড়ে ১৩’শ কৃতি শিক্ষার্থীর মাঝে ৩২ লাখ টাকার বৃত্তির চেক বিতরণ

ময়মনসিংহ জেলা পরিষদ সাড়ে ১৩’শ কৃতি শিক্ষার্থীর মাঝে ৩২ লাখ টাকার বৃত্তির চেক বিতরণ

bmtv new No Comments

মতিউল আলম, বিএমটিভি নিউজ ডেস্কঃ ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে সারে ১৩ শত কৃতি শিক্ষার্থীর মাঝে প্রায় সোয়া ৩২ লাখ টাকার এককালীন বৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৮ মার্চ) সকালে জেলা পরিষদের হলরুমে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ এমপি আনুষ্ঠানিক ভাবে এই চেক বিতরণ করেন।
২০১৯ সালের এসএসসি সমমান ও এইচএসসি সমমানের কৃতি শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের তহবিল থেকে এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠানের সভাপতিত্বে এইচএম খায়রুল বাশার সভা সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয়কমিশনার কামরুল হাসান, , স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আবদুল আলীম, জেলা প্রশাসক মোঃ এনামুল হক, সাধারন সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন মন্তা, আঃ খালেক,ফারজানা শারমীন বিউটি, সদস্য আবু বকর সিদ্দিক। জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদারের সাবিক তত্বাবধানে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এসএসসি সমমানের ৯৩৭ জনের মাঝে ২ হাজার ২শত এবং এইচএসসি সমমানের ৪১৫ জনের মাঝে ২ হাজার ৮শত করে ৩২ লাখ ২৩ হাজার ৪ শত টাকার চেক বিতরণ করা হয়।