You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমান আদালত চরপাড়া মোড় এলাকার ফুটপাত দখল করা অবৈধ দোকান উচ্ছেদ করেছে । আজ বেলা ১২ টায় পরিচালিত এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম। এ সময় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা প্রায় ৩০ টি দোকান উচ্ছেদ করা হয়।
এছাড়াও এ অভিযানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা চরপাড়ার দুটি হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য মোট ১০ হাজার টাকা জরিমানা করেন এবং রাস্তা দখল করে অসচেতন পার্কিং এর জন্য দুই মোটরসাইকেল মালিককে মোট ১ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উচ্ছেদের ফলে স্থানীয়রা স্বস্থি বোধ করছেন। কিন্তু নগরীর প্রতিটি ব্যস্ততম সড়ক হকাররা দখল করে দোকানপাট গড়ে তুলেছে। এসব দোকানপাট উচ্ছেদ না করলে লোক দেখনো অভিযান যানজট নিরসনে কোন কাজে আসবে না। নগরীর চরপাড়া, স্টেশন রোড, গাঙ্গিনারপাড়, রামবাবু রোড়, নতুন বাজার, দুর্গাবাড়ি রোড, স্বদেশী বাজারসহ ফুটপাত দখলের ফলে শহরে অসহনীয় যানজট সইতে হয় নগরবাসীকে। বছরের বছর চলছে উচ্ছেদ অভিযান। ফলাফল জিরো। কদিন পরেই যেই সেই। নগরবাসী এর স্থায়ী সমাধান চায়। ##
মতিউল আলম