ময়মনসিংহে বিভিন্ন হোটেলে ডিবির অভিযানে অসামাজিক কাজে জড়িত ৩১ নারী-পুরুষ গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ ২৭ সেপ্টেম্বর ২০২৪ ময়মনসিংহ শহরের বিভিন্ন হোটেলে অভিযানে চালিয়ে অসামাজিক কার্যক্রম চলাকালে ৩১জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে।

এসআই (নিঃ) রুপন কুমার সরকার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার আমির হোটেল, খান হোটেল, আশা হোটেল, খাজা হোটেল, হাফেজিয়া হোটেল, রূপমহল, শরীফ ও মর্ডান হোটেল থেকে গনউপদ্রব সৃষ্টি ও অসামাজিক কার্যকলাপ চলাকালে  ১৭ নারী ১৪ জন পুরুষকে গ্রেফতার করেন।

ময়মনসিংহ শহরের বিভিন্ন রিসোর্ট যেমন সিলভার ক্যাসেল, চরপাড়া ও বাইপাস এলাকায় বিভিন্ন হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে, এ ব্যাপারে হোটেল মালিকদের দৃষ্টি কামনা করেছেন পুলিশ।এছাড়া অসামাজিক কার্যকলাপের পাশাপাশি এই ধরনের রিসোর্ট ও হোটেলে বিভিন্ন ধরনের মাদক সেবন করে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে।
এ ব্যাপারে ডিবির ওসি শহীদুল ইসলাম জানান, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার পুলিশ দৃষ্টি রয়েছে।এই ধরনের অসামাজিক কার্যকলাপ হতে বিরত না থাকলে কঠোরভাবে দমন করা হবে এবং শহরের বিভিন্ন সচেতনমহলকে বিভিন্ন হোটেলের প্রতি দৃষ্টি রাখার আহবান জানান।
গ্রেফতারকৃত ৩১ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।##

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার