You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি (৩১) কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামি নওশেল আহমেদ অনি (৩১)’কে আইনের আওতায় আনার জন্য র্যাব তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে জানতে পারে যে, তিনি রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ২৯ সেপ্টেম্বর ২০২৪ রাত ১০টায় রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি (৩১)’কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামি ময়মনসিংহ কোতোয়ালী থানার মামলা নং ৪০, তাং-২৪/০৭/২০১৫ খ্রি., ধারা -৩০২/১০৯/৩৪ দঃ বিঃ মামলার পলাতক আসামি। উক্ত হত্যার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাবের অভিযান অব্যাহত আছে।
গত ০৪ আগস্ট ২০২৪খ্রি. তারিখে সারাদেশে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্বতা পোষণ করে সাধারন শিক্ষার্থীদের সাথে ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। উক্ত ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর অতর্কিত গুলি বর্ষণ করে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি।
গত ০৪ আগস্ট ২০২৪ ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর গুলি বর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত ভিডিও চিত্র থেকে শনাক্তকৃত গুলি বর্ষণকারী ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি’কে আইনের আওতায় নিয়ে আনতে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ ।
উক্ত গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।##
মতিউল আলম