You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চীফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) দুপুরে পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিংএ রেলওয়ে নিউ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় আলিফ ইমরান (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক আলিফ ইমরান নগরীর পাটগুদাম ব্রীজ মোড় এলাকার শফিকুল ইসলামের ছেলে।
হোসাইন শাহীদ মোটরসাইকেল পিছিয়ে দিয়ে তাকে পথে দিয়ে দেয়। যুবকের সাথে থাকা সঙ্গী মেয়েকে নিয়ে সজোরে মোটরসাইকেল চালি্য়ে চলে যায়। পঞ্চাশ গজ দুরে গতিরোধকে ধাক্কা দিলে পিছনে থাকা সঙ্গী মেয়েটি উল্টে পড়ে যায়।
ভূক্তভোগী হোসাইন শাহীদ বলেন, সংবাদ সংগ্রহের কাজে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন এবং আমি মোটরসাইকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিং নিউ কলোনি কাছে পৌছালে আলিফ নামের এক যুবকের মোটরসাইকেলের সঙ্গে আমাদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এতে আলিফ ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা চালায়।
তিনি আরও জানান, প্রথমে রেল লাইনের পাথর দিয়ে আমার মাথায় আঘাত করে। পরে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন উপর চড়াও হয়। এসময় ক্যামেরা ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এক পযায়ে দেলোয়ার হোসেনের কানে ও হাতে কামড় দেয় ও পিটিয়ে তার ডান হাত ভেঙে ফেলে। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদের হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই যুবককে আটক করে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান বলেন, হামলাকারিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
এঘটনায় ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি নুরুজ্জামানসহ বিভিন্ন সাংবাদিক এ ঘটনার নিন্দা জানান এবং দোষীদের শাস্তি দাবি করেন।