You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে পাওনা টাকা পরিশোধ না করে পাওনাদারকে প্রাণনাশের হুমকি প্রদানকারি কাজী আব্দুল হাসিম গংদের গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগি ব্যবসায়ি মোজাম্মেল হক। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তাঁর বাবার বন্ধু মুক্তাগাছা উপজেলার পশ্চিম চন্ডিমন্ডপ গ্রামের কাজী আবুল হাসিম তাঁর কাছ থেকে প্রথমে দশ লাখ টাকা এবং পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেন আলীর মধ্যস্থতায় আরো আট লাখ টাকা ধার নেন। পরবর্তীতে তিনি মাকে নিয়ে ওমরা হজ্জ্ব করতে গেলে আব্দুল হাসিমও সস্ত্রীক ওমরা করতে যান। সৌদিতে কেনা কাটা করতে আরো পাঁচ লাখ ছাপান্ন হাজার টাকা নেন। পরবর্তীতে পাওনা টাকা চাইতে গেলে নানা টালবাহানা করেন। একপর্যায়ে দশ লাখ টাকার একটি চেক প্রদান করে। বাকী টাকা দিতে অস্বীকার করায় ইউনিয়ন পরিষদে গ্রাম্য শালিশের আয়োজন করলে ১৩ লাখ ৫৬ হাজার টাকা দেয়ার কথা গ্রাম্য শালিশ নামায় উল্লেখ করেন। পরবর্তীতে দশ লাখ চাকার চেক ডিজওনার ও গ্রাম্য শালিশ নামা মূলে দু’টি পৃথক মামলা দায়ের করেন তিনি। (মামলা নং সি আর মোঃ নং ৮৮৪/২০২৩ ইং ও মুক্তাগাছা সি আর মোঃ নং ৭৮৫/২০২৩ ইং)। মামলা দু’টি বিচারাধীন থাকাবস্থায় তাঁকে প্রাণনাশসহ পরিবারের সদস্যদের ক্ষতিসাধন করার হুমকি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধনের অপচেষ্ঠায় লিপ্ত রয়েছেন কাজী আব্দুল হাসিম। এমনকি সেনাবাহিনী, র্যাব, ডিবি, পুলিশ ও কাষ্টমস অফিসসহ বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করে হয়রানি করছেন। এব্যাপারে হুমকিদাতা কাজী আব্দুল হাসিম গংকে অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি জানান তিনি। ##
মতিউল আলম