ময়মনসিংহে র‍্যাব-১৪,র অভিযানে ৩৫ লক্ষাধিক টাকা মূল্যের ২১৫ বস্তা অবৈধ ভারতীয় জিরা উদ্ধার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ময়মনসিংহে র‍্যাব -১৪,এর একটি চৌকস দল অভিযান চালিয়ে জেলার হালুয়াঘাট থানা এলাকা হতে ৩৫ লক্ষাধিক টাকার ২১৫ বস্তা অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে।অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুল ইসলাম, পিপিএম-সেবা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গত ১৫ অক্টোবর মঙ্গলবার র‍্যাব-১৪, সিপিএসসি এর একটি চৌকস দল গোপন সংবাদ পায় ময়মমনসিংহ জেলার হালুয়াঘাট থানার হালুয়াঘাট পৌরসভা এলাকায় বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর অধিনায়কের নির্দেশে র‌্যাব-১৪, সিপিএসসি-এর একটি দল বিজিবির টহল টিমের সহযোগিতায় গত ১৫ অক্টোবর. রাত অনুমান ১১টায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের আকনপাড়া সাকিনে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করে।
এ সময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে আসামী ওয়াদুদ মাস্টার (৩৮), সিরাজুল (৩২), জাহাঙ্গীর (৫০) ও মোহাম্মদ আলী(৪২)সহ অজ্ঞাতনামা আসামীগন দৌড়ে পালিয়ে যায়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ঘটনাস্থল তল্লাশি করে ২১৫ (দুইশত পনের) বস্তায় মোট ৬ হাজার ৩৮৫ কেজি ভারতীয় জিরা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় জিরার আনুমানিক মূল্য ৩৫ লাখ ১১ হাজার ৭ শত ৫০ টাকা।
এসময় উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, পলাতক আসামীগন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে ভারতীয় জিরা শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বাংলাদেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করছিল। চোরাইমাল উদ্ধার এবং চোরাচালানকারীর বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানায় মামলা দায়েরপূর্বক আলামত হস্তান্তর করা হয়েছে।##

মতিউল আলম