দেওয়ানগঞ্জ-ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নতুন এসি কোচের উদ্বোধন

দেওয়ানগঞ্জ-ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নতুন এসি কোচের উদ্বোধন

bmtv new No Comments

বিএমটিভি নিউজ ডেস্কঃ দেওয়ানগঞ্জ-ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের নতুন এসি কোচের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাট ফর্মে ফিতা কেটে নতুন ট্রেনের উদ্বোধন করেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি।

নতুন এসি ট্রেন উদ্বোধন উপলক্ষে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন প্লাট ফর্মে বাংলাদেশ রেলওয়ে আয়োজিত আলোচনা সভায় রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো.মোজাফফর হোসেন, রেলওয়ের অতিরিক্ত মহা-পরিচালক সরদার সাহাদাত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ।