ময়মনসিংহে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান ও গফরগাঁওয়ের আওয়ামীলীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

ময়মনসিংহে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান ও গফরগাঁওয়ের আওয়ামীলীগ নেতা বিপ্লব গ্রেপ্তার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে (৫৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ময়মনসিংহ নগরের গাঙ্গিনারপাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে কোতোয়ালি মডেল থানায় তাঁকে হস্তান্তর করে র‌্যাব।

আবদুল্লাহ আল আমিন বিপ্লব দৈনিক সমকালের গফরগাঁও উপজেলা প্রতিনিধি। টানা দ্বিতীয়বারের মতো তিনি লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ময়মনসিংহ শহরে বসবাস করতেন।র‌্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মো. আলিমুজ্জামান বলেন, আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে পাগলা থানায় বিস্ফোরক আইনসহ দুটি মামলা আছে। একটি মামলায় তিনি প্রধান আসামি এবং একটিতে ২২ নম্বর আসামি। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্দুল্লাহ আল আমিন লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা। সমকালের ফুলবাড়িয়া প্রতিনিধি কবীর উদ্দিন সরকার বলেন, দীর্ঘদিন ধরে সমকালের গফরগাঁও উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন আবদুল্লাহ আল আমিন।

পাগলা থানার পুলিশ জানিয়েছে, ৫ আগস্টের পর আবদুল্লাহ আল আমিনের বিরুদ্ধে দুটি মামলা হয়। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, ২ অক্টোবরের একটি মামলায় আসামিকে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। বুধবার পাগলা থানা–পুলিশ আসামিকে আদালতে সোপর্দ করবে।###

মতিউল আলম

LATEST POSTS