You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশের অভিযানে কানাডা প্রবাসী দম্পতির ডাকাতির মালামাল উদ্ধার ও দুই ডাকাত গ্রেপ্তার হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পাগলা থানাধীন মশাখালী গ্রামের বাসিন্দা কানাডিয়ান প্রবাসী মোঃ মতিউর রহমান সস্ত্রীক তাদের ব্যক্তিগত প্রাইভেটকারে কিশোরগঞ্জের হাওর এলাকাসহ ময়মনসিংহের ভালুকা ও গফরগাঁওয়ের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমন করে বিকাল সাড়ে তিনটার দিকে ধামাইল ঢালিবাড়ী রেলক্রসিং পার হওয়ার সময় প্রাইভেটকারের গতি কমালে আকস্মিক অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত তাদেরকে দেশীয়অস্ত্র সহ আক্রমণ করে। এসময় ডাকাতদল অস্ত্রের মুখে স্বর্ণের চেইন, ব্রেসলেট, আংটি, নগদ টাকা, একাধিক ক্রেডিট কার্ড ও কানাডিয়ান পাসপোর্ট ডাকাতি করে সাদা রংয়ের অন্য একটি প্রাইভেটকারযোগে ভালুকার দিকে পালিয়ে যায়।
খবর পেয়ে গফরগাঁও থানার (ওসি) অফিসার ইনচার্জ শিবিরুল ইসলামের নেতৃত্বে গফরগাঁও থানা পুলিশ ডাকাত দলকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান শুরু করে। ডাকাতির ঘটনার ছয় ঘন্টার মধ্যে রাতেই পাগলা থানা এলাকা হতে ডাকাত দলের সদস্য এবং কানাডিয়ান দম্পতির ড্রাইভার মোঃ রিয়াদ খান (২৩)কে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে অপর ডাকাত মোঃ মুরাদ মিয়া (২৩) এবং চক্রের অপর সদস্য মোঃ শরীফ এর বাসায় ডাকাতির মালামালসহ ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও অন্যান্য লুট করা মালামাল উদ্ধার করা হয়। ডাকাতির ঘটনায় জড়িত আসামী মোঃ শরীফ, সোহেল মিয়া ও মোঃ রিফাতকে গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে গফরগাঁও থানায় কানাডিয়ান দম্পতি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়,কানাডিয়ান দম্পতির ডাকাতির স্বর্ণালংকার, নগদ টাকা, ব্যাংকের চেক বই, বিভিন্ন ব্যাংকের ০৬টি এটিএম কার্ড এবং একটি ভ্যানেটি ব্যাগ উদ্ধার করে দম্পতিকে বুঝিয়ে দেয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গফরগাঁও থানায় মামলা হয়েছে।##
মতিউল আলম