ফুলবাড়ীয়ায় ৪৮ দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রশিক্ষণ অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

ফুলবাড়ীয়া প্রতিনিধি :

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৪৮ দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্প উপজেলার ১০টি নির্বাচিত ছাত্রছাত্রীদের স্কুলে Aclimate Smart Agriculture এর উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইকো ভিলেজারস মো: হালিম কালাদহ, মানিক পৌরসভা, মোহ. মোকাম্মেল ধামর।

প্রশিক্ষণে শিক্ষার্থীদের -হাতে-কলমে বস্তা পদ্ধতিতে আদা চাষ বারো মাসি বীজ সংরক্ষণ । সবজি চাষের -বিষয়ে শেখানো হয়। তাছাড়া স্কুলের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা ভিডিপি এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করেন। শিক্ষার্থীরাও আনন্দের সাথে প্রশিক্ষনটিতে অংশ গ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন বদর উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চান মিয়া , সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন, দরগাচালা স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস পূর্ণিতা, ৪৮ দিনের শিক্ষার্থী কৃষক উদ্ভাবনী প্রকল্পের প্রজেক্ট অফিসার রিমা রেবেকা মূর্মূ, ফ্যাসিলিটেটর দরাজ আলী, ইমান আলী, মো: শাহীন, শরিফুল ইসলাম সোহাগ, আবু রায়হান, বাছির আরজিনা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার