You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সরকারের প্রতি ব্যাপক পুনর্বাসন কর্মসুচি নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সরকারের ত্রাণ ও পুনর্বাসন কাজে জনগণ সন্তুষ্ট নয়। আওয়ামী লীগের দুর্নীতি ,লুটপাটে অর্থনৈতিক পরিস্থিতি ভালো নয়। কিন্তু জনগণকে বাঁচাতে সরকারকে এগিয়ে আসতে হবে।
এমরান সালেহ প্রিন্স আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পুরাকান্দুলিয়ায় বন্যায় ফসলহারা কৃষকের মাঝে রবিশস্যের বীজ বিতরণকালে এসব কথা বলেন ।
বিএনপি নেতা সোলায়মান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুস্ঠিত অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল,আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, বিএনপি নেতা রফিকুল ইসলাম ,দুলাল মিয়া, আলী হোসেন, জেলা যুবদলের সহ সভাপতি আবুল কাশেম ডলার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক নয়ন মন্ডল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দীন , কলেজ ছাত্র দলের সদস্য সচিব আল মামুন,উপজেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহ, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মওলানা হাবিবুর রহমান , আবদুস সাত্তার, যুবদল নেতা নয়ন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।
অনুস্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি সন্ত্রাস,দুর্নীতিমুক্ত সাম্য ও মানবিক রাষ্ট্র গঠনে দৃঢ় প্রতিজ্ঞ । তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের পরিবর্তে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছিলো জনগণের পেটে লাথি মেরে। বিএনপি নিজেদের নয়, জনগণের ভাগ্য পরিবর্তন করবে,দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবে। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পল্লীর জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে পল্লী রেশনিং ও ফ্যমিলি কার্ডের প্রচলন করবে এবং প্রত্যেক নাগরিকের জন্য একজন চিকিৎসক নির্দিষ্ট করে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করবে।