স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়া-ময়মনসিংহ সড়কের দশমাইল নতুন সড়ক এলাকায় সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে আলীম উদ্দিন নামে এক যুবকের মৃত্যু। আলীম উদ্দিন (২৭) ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়ীয়া খান বাড়ীর বাসিন্দা। আলীম উদ্দিন ব্যবসা করতেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, দুপুর দুইটা দিকে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি সিএনজির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী আলীম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়। আলীম উদ্দিনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।##
এনায়েতুর রহমান