বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক অনুদান তুলে দিলেন – মির্জা ফখরুল

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
ইয়ুথ পার্লামেন্ট আয়োজনে বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক অনুদান তুলে দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে হয়ে গেলো ইয়ুথ পার্লামেন্ট বাংলাদেশের বৃহৎ সম্মেলনে। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই সম্মেলনে সারা বাংলাদেশ থেকে আগত প্রতিশ্রুতিবদ্ধ তরুণ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে তরুরা এবং এর জন্য তিনি উপস্থিত তরুণ নেতৃবৃন্দকে প্রস্তুতি নিতে বলেন।
ইয়ুথ পার্লামেন্ট এর প্রতিষ্ঠাতা, সাবেক ছাত্রনেতা নয়ন বাঙালী তার ব্যক্তিতায়, প্রশিক্ষিত সমাজ কর্মী ও দক্ষ ও তারুণ্য নির্ভর নেতৃত্ব তৈরির উপর জোর দেন।
ইয়ুথ পার্লামেন্টের এই সম্মেলনে জুলাই-আগষ্ট ২০২৪ শে নিহত শহীদদের প্রতি শোক প্রস্তাব আনা হয়।ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের আনা, আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ বাধ্যতামূলক করার বিলটি সর্বসম্মত ভাবে গৃহীত হয়।
উক্ত ইয়ুথ লিডার প্রতিনিধি হিসাবে সম্মেলনে অংশগ্রহণ করেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হকের সু-যোগ্য সন্তান নাদিমুল হক।
এ সময় নাজমুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ইয়ুথ বাংলাদেশের উপদেষ্টা মেহেরুন্নেছা হক ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময় মরহুম নাজমুল হকের অবদানের কথা স্বরণ করেন এবং বিএনপির রাজনীতি তে মরহুম নাজমুল হকের অবদান, তার দলের প্রতি ভালবাসা,ত্যাগ,তার সাংগঠনিক দক্ষতা কথা এ সময় শ্রদ্ধার সাথে স্বরণ করা হয়।
ইয়ুথ বাংলাদেশের সিও,তানজিনা নওশিন তার ব্যাক্তিতায় বলেন,তরুণদের রাষ্ট্র পরিচালনায় যোগ্য প্রতিনিধিত্ব করার জন্য নিজেদেরকে প্রস্তুতি নিতে আহবান করেন।
উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, দেশ-বরন্য আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জোনায়েদ সাকি,ব্যারিস্টার ববি হাজ্জাজ এবং দেশ-বরণ্য মিডিয়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

নাদিমুল হক বলেন,আমার বাবা মরহুম নাজমুল হক একজন ৭১ এর রণাঙ্গনের যোদ্ধা উনার ফাউন্ডেশন থেকে ২৪ শের শহীদ পরিবারের পাশে থাকতে পারা আমাদের জন্য সম্মান এবং গর্বের। ৭১ কিংবা ২৪ দেশ দুটি একই সূত্রেগাথা কারণ দুটিরি সৃষ্টি বৈষম্য থেকে, রাষ্ট্র ও সমাজ থেকে বৈষম্য দূরীকরণ এখন সব চেয়ে বড় চেলেঞ্জ।।

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার