স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহে সদরের রহমতপুর জামিয়া কাসেমিয়া মোমেনশাহী মাদ্রাসা ও এতিমখানার নামে মাওলানা নুর আহমদ কাশেমী বিরুদ্ধে এলাকার লোকজনের কাছে থেকে জোরপূর্বক জমি দখল করে নেয়ার অভিযোগ করেছেন এলাকার ভূক্তভোগীগণ। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর অলকানদী বাংলা কমপ্লেক্সে এক সাংবাদিক সম্মেলনে একাধিক জমির মালিক এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খলিলুর রহমান জানান, মাওলানা কাশেমী স্থানীয় আবুল কালাম ও তার সহযোগীদের নিয়ে তার বাবা বজলুর রহমান, ভুক্তভোগী মোছাঃ বদরুন নাহার, খালেদা আক্তার হ্যাপি সহ ৫ জন ভুক্তভোগী বক্তব্য রাখেন। নানা কৌশলে, মাদ্রাসা ছাত্রদের উস্কিয়ে দিয়ে জমি দখল করে নিচ্ছে। খলিলুর রহমানের ৯ শতাংশ, তার বাবার ৩০ শতাংশ, বদরুন নাহারের ১৩ শতাংশ জোর পুর্বক দখল করে নিয়ে গেছে। খালেদা আক্তারের হ্যাপির ১৬ শতাংশ জমি সংশোধন করার করার কথা বলে নিয়ে যায়। এভাবে সে বর্তমানে কোটিপতি। এক সময় বাই সাইকেল দিয়ে চলাফেরা করতো এখন সে দামী প্রাইভেট কারে চলে। সে কোটি কোটি টাকার মালিক। তার দাপটে এলাকাবাসী তটস্থ থাকে। এব্যাপারে তারা সেনাবাহিনী, পুলিশ সুপার ও কোতোয়ালী থানায় অভিযোগ করেছে। এনিয়ে সালিশী বসার পরামর্শ দিলেও তিনি সালিশীতে বসেন না। এব্যাপারে খলিলুর রহমান জানান, এব্যাপারে জমি দখলের নিষাধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করেছেন। প্রতিকার চেয়ে ভূক্তভোগীরা প্রধান উপদেষ্টা সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এব্যাপারে মাওলানা নুর আহমেদ কাসেমীকে একাধিবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।