যে অবস্থানেই থাকুক না কেন, বিএনপি জনকল্যানে কাজ করে-হালুয়াঘাটে প্রিন্স

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকার বা বিরোধী দল- যে অবস্থানেই থাকুক না কেন,বিএনপি জন কল্যানে কাজ করে । বিএনপি সব সময় জনগণের পাশে থাকে ।

এমরান সালেহ প্রিন্স আজ বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের পৌর শহরের মহিলা মার্কেট প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়ী-ঘর
পুনর্নির্মাণের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত ঢেউটিন প্রদানকালে এসব কথা বলেন । আজ বন্যায় ক্ষতিগ্রস্ত ১২৪ পরিবারের মধ্যে তারেক রহমানের প্রদত্ত ঢেউ টিন প্রদান করা হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে ঢেউটিন প্রদানের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, টিন প্রাপ্তদের মধ্যে যুগলী ইউনিয়নের নও মুসলিম মো: আব্দুল্লাহ, ধারা ইউনিয়নের ফজর আলী, গাজিরভিটা ইউনিয়নের আনোয়ার হোসেন বক্তব্য রাখেন । এসময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সফস্য আরফান আলী ,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী ,আলী আশরাফ,আলমগীর আলম বিপ্লব ,,চেয়ারম্যান শফিকুর রহমান ,সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ,আব্দুল হাই,মোনায়েম হোসেন খান খোকন, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম ,,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান ,তারিকুল ইসলাম চঞ্চল , জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু,জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, ,,উপজেলা ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন,পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি ,সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর , উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, সাদস্য সচিব আলিমুল ইসলাম,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল,সদস্য সচিব আসাদুজ্জামান সুজন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল গণি, সাধারণ সম্পাদক মশিউজ্জামান ,উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন , উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম,সদস্য সচিব আলী আজগর, উপজেলা জাসাস সভাপতি রাশেদ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, গতানুগতিক রাজনীতির বাহিরে তারেক রহমানের ইতিবাচক ও পরিবর্তনের রাজনীতি জাতির সামনে নতুনভাবে আশার সঞ্চার করছে। সাম্প্রতিক বন্যা চলাকালীন সময়ে দলীয় ত্রাণ তৎপরতায় তারেক রহমানের তদারকীর কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা নিজেরাও বন্যায় ক্ষতিগ্রস্ত হবার পরও তারেক রহমানের নির্দেশে বন্যার্ত মানুষের পাশে দাড়িয়েছে। পানিবন্দী শিশু,নারী,পুরুষ উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসাসহ তাদের খাদ্যের ব্যবস্থা ও পরিচালনা করেছে। জীবনের ঝুকি নিয়ে বুক সমান পানি মাড়িয়ে নেতাকর্মীরা দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা করেছে। বন্যার পানি নেমে যাবার সাথে সাথে
ক্ষতিগ্রস্ত ত্রাণ নয় , কৃষি,গৃহ পুনর্বাসন ও বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতের কাজও তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করছে। তিনি সরকারের প্রতি বন্যা পরবর্তী ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়ে বলেন বন্যায় কৃষকসহ জনসাধারণ ব্যপকভাাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জমির ফসল হারিয়েছে, মৎস্য খামারিরা চাষের মাছ হারিয়েছে, রাস্তাঘাট ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ আজকে অসহায় অবস্থায় রয়েছে। মানুষ আজ দিশেহারা। দুঃখী মানুষের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য। তিনি বলেন দেশের অর্থনীতিকে আওয়ামী লীগ দুর্নীতি লুটপাট করে ধ্বংস করেছে। তারপরেও আমরা সরকারের প্রতি আহ্বান জানবো, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্যপকভাবে দাঁড়ানোর জন্য। তিনি বলেন আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। বর্তমান সরকার একটি বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। বিএনপি সরকারকে সমর্থন করছে। কিন্তু জনগণের দুঃখ দুর্দশার সময়ে সরকার যদি হবে তাদের পাশে না দাঁড়াতে পারে, তাহলে জনগণের দুর্দশার শেষ থাকবেনা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে অবহেলিত হালুয়াঘাট ,,ধোবাউড়াকে আলোকিত জনপদে পরিণত করা হবে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার