সাংবাদিকসহ সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নমুলক কাজ করতে চান-নবাগত বিভাগীয় কমিশনার

সাংবাদিকসহ সকলকে সঙ্গে নিয়ে উন্নয়নমুলক কাজ করতে চান-নবাগত বিভাগীয় কমিশনার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

নবযোগদানকৃত বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ ময়মনসিংহে সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এ মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় ময়মনসিংহের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় কমিশনার তার বক্তব্যের শুরুতে সাংবাদিকদের কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় বক্ত করেন, জনবান্ধব প্রশাসন গড়ে তুলে জনগনের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে দেয়ার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। এসময় সকল সাংবাদিক সহযোগিতা প্রত্যাশা করেন।

আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: ইউসুফ আলী ও (রাজস্ব) তাহমিনা আক্তার,।

উপস্থিত সাংবাদিকরা ময়মনসিংহ বিভাগের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন বিষয় তুলে ধরেন। সকলের মতামত মনোযোগ সহকারে শুনেন। তিনি বলেন, সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। সাংবাদিকরা বলেন, কথায় আমরা দৃশ্যমান কাজ দেখতে চায়। কথায় নয় কাজে প্রমাণ করতে হবে।
গতকাল যোগদান করেই ছাত্র আন্দোলনে নিহত সাগরের কবর জিয়ারত করেন। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার খোজ-খবর নেন।