ফুলবাড়ীয়ায় জাপানে উচ্চ শিক্ষা এবং জব ভিসা সম্পর্কিত সেমিনার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  

: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাপানে উচ্চ শিক্ষা এবং জব ভিসা সম্পর্কিত সেমিনার শনিবার (১৬ নভেম্বর) কেশরগঞ্জ বাজারে (বালুরমাঠ সংলগ্ন) অনুষ্ঠিত হয়েছে। নাওগাও ইউনিয়ন যুবদল ও ছাত্র দলের সাবেক সভাপতি আ: জলিল মাস্টারের সভাপতিত্বে ভাষা ব্লেন্ডার সিইও আকিব আহম্মেদ, এমডি লিখন রেবারো, রাশেদুল কবির সুমন, সাংবাদিক এনায়েতুর রহমান, শিক্ষার্থী মারুফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সজিব খান। উপস্থিত বিভিন্নজনের প্রশ্নের উত্তর দেন আয়োজকবৃন্দ।

অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আয়োজকবৃন্দ বলেন, আমাদের ভাষা ব্লেন্ডারে জাপানের ভাষা শেখানো হয়। শেখানো ভাষায় তারা ঐদেশে গিয়ে নিজেদেরকে সম্পদে পরিণত করা সম্ভব হবে। জব ভিসা ও উচ্চ শিক্ষা ভিসা পেলে ধাপে ধাপে টাকা লাগবে। যদি কোন কারণে ভিসা প্রসেসিং অথবা ভিসা পাওয়া না যায় সেক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হবে। এ ধরনের নিশ্চয়তা সমৃদ্ধ প্রতিষ্ঠান পেয়ে অংশগ্রহণকারীরা অনেক খুশি। তবে তারা (অংশগ্রহণকারী) অভিভাবকদের সাথে এ বিষয়ে মত বিনিময় করার দাবী জানান।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার