নান্দাইলে ৩৫ বছর পর বিদ্যালয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যালয়ের জায়গা দখল করে নির্মিত ২৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল জানান, বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির জায়গায় ১৯৮৯ সালে পাশের হোসেনপুর উপজেলার প্রভাবশালী ব্যক্তিরা ২৬ দোকানপাট তৈরি করে। প্রভাবশালীরা বিদ্যালয়ে নামমাত্র ৫৪-১২০ টাকা ভাড়া দিলেও বিগত ৮ থেকে ১০ বছর ধরে ভাড়াও দেয়নি। মঙ্গলবার সে সব স্থাপনা ভেঙে দেওয়া হয়।
একাডেমির প্রধান শিক্ষক মো. সুলতান উদ্দিন বলেন, ২০১২ সালে আমি বিদ্যালয়ে যোগদান করে দখলে থাকা বিদ্যালয়ের জায়গা দৌড়ঝাঁপ করেও উদ্ধার করতে পারিনি। কিছুদিন আগে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিলে উনি প্রভাবশালীদের হাত থেকে বিদ্যালয়ের জায়গা উদ্ধার করেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়জুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিদ্যালয়ের জায়গায় গড়ে তোলা ২৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার