ময়মনসিংহে এতিমখানা নির্মাণে বাঁধা, এলাকায় উত্তেজনাঃ পুলিশ মোতায়েন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  
ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাস এলাকায় মাওলানা নূর আহমেদ কাসেমি নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন জামিয়া কাসেমিয়া মোমেনশাহী মাদ্রাসা ও এতিমখানা । এখানে কয়েকজন এতিমকেও থাকা-খাওয়াসহ পড়াশোনা করাচ্ছেন তিনি।এখন মাদ্রাসাটির সঙ্গে তার নিজের কেনা জায়গায় আরেকটি এতিমখানা নির্মাণকাজ শুরু করেছেন। এতেই বাঁধে বিপত্তি। একটি মহল জায়গাটি নিজেদের দাবি করে দখলে নিতে একের পর এক হামলা চালাচ্ছে। এতে নির্মাণকাজ বন্ধ হলেও এনিয়ে এলাকায় বাড়ছে উত্তেজনা। যেকোনো মুহুর্তে ঘটতে পারে সংঘর্ষের ঘটনা।

ময়মনসিংহ সদরের রহমতপুর বাইপাস এলাকায় ওই মাদ্রাসাটি অবস্থিত। সরেজমিনে দেখা যায়, এতিমখানা নির্মাণের জন্য যাবতীয় সামগ্রী মাদ্রাসার পাশে রাখা হয়েছে। চারদিকে বাউন্ডারি দেয়াল করে ভেতরে আরসিসি পিলার নির্মাণ করা হয়েছে। হামলা চালিয়ে কিছু দেয়াল ও পিলার ভাঙা হয়েছে। এগুলো মাটিতে পড়ে আছে। ভয় আর আতঙ্কে নির্মাণকাজ বন্ধ রেখেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, জমি কিনে চারদিকে বাউন্ডারি দিয়েছেন মাদ্রাসার পরিচালক মাওলানা নূর আহমেদ কাসেমি। এর একটি অংশে এতিমখানা নির্মাণের জন্য দেড় মাস আগে নির্মাণকাজ শুরু হয়। এরপর থেকেই কিছু জায়গা নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠে একটি পক্ষ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আবারও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। একপর্যায়ে এক্সাভেটর দিয়ে দেয়াল ও পিলার ভাঙতে থাকে। এমতাবস্থায় আতঙ্কিত হয়ে পড়ে মাদ্রাসায় থাকা ছাত্র-শিক্ষক। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও থানাপুলিশ ঘটনাস্থলে আসলে পালিয়ে যায় হামলাকারীরা।

স্থানীয়রা জানান, এতিমখানা নির্মাণ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় হামলার ঘটনা ঘটতে পারে। মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা ভাঙচুরে বাঁধা দিলে সংঘর্ষে রুপ নিতে পারে। তাই এদিকে প্রশাসনের সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।

এতিমখানার জায়গা নিজেদের দখলে নিতে চাওয়া বিপ্লব নামের একজন বলেন, আমাদের জায়গায় এতিমখানা নির্মাণ করা হচ্ছে বলেই বাঁধা দেয়া হচ্ছে। আমরা হামলা করিনি। জায়গাটি নিয়ে ইতোমধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। মাওলানা নূর আহমেদ কাসেমি শক্তি প্রয়োগ করে জায়গা দখলে নিয়েছে।

তবে বিষয়টি অস্বীকার করে মাওলানা নূর আহমেদ কাসেমি বলেন, নগদ টাকা দিয়ে কেনা জায়গা সার্ভেয়ার দিয়ে মেপে বাউন্ডারি করে এতিমখানা নির্মাণ করা হচ্ছে। জায়গা সড়কের পাশে হাওয়ায় দাম দিন দিন বাড়ছে। তাই হামলা-মামলা করে হয়রানি করা হচ্ছে। আমিসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা ভয় আর আতঙ্ক নিয়ে সময় কাটাচ্ছে।

তিনি বলেন, বৃহস্পতিবার ভাঙচুর চালিয়ে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করা হয়। তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ আসার কারনে তাঁরা পালিয়ে যায়। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, হামলা ও ভাঙচুরের পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এদিন রাতেই মাওলানা নূর আহমেদ কাসেমি বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে নথিবদ্ধ করে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার