দেড় ঘণ্টা বন্ধ ছিল ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ রেলপথের ট্রেন চলাচল

দেড় ঘণ্টা বন্ধ ছিল ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ রেলপথের ট্রেন চলাচল

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের বিদ্যাগঞ্জে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এতে দেড় ঘণ্টা বন্ধ ছিল ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ রেলপথের ট্রেন চলাচল।
শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জ বাজার এলাকার ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে।

খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন বিদ্যাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তফা মিয়া। তিনি বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন বিদ্যাগঞ্জ স্টেশনে ঢোকার আগে ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে দেওয়ানগঞ্জ-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে জামালপুরগামী অগ্নিবীণা ট্রেন বিদ্যাগঞ্জ স্টেশনে পৌঁছালে বিকেল পৌনে ৫টার দিকে অগ্নিবীণা ট্রেনের ইঞ্জিন দিয়ে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিদ্যাগঞ্জ স্টেশনে নিয়ে আসে। এরপর কমিউটার ট্রেনটি স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।