চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু হত্যা মামলার আসামী দেলোয়ার গ্রেফতার

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহ‘র কোতোয়ালী থানার চাঞ্চল্যকর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়া (৬০) হত্যা মামলার এফআইআর ভুক্ত আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪০)‘কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিসিএসসি, ময়মনসিংহ ও র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর কোম্পানি। র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ এবং র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে গত ২৪ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ রাত ১১.৫০ ঘটিকায় ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকা হতে হত্যা মামলায় এফআইআর ভুক্ত ৩নং আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪০)কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন বাদেকল্পা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মিন্টু মিয়া (৬০) এর সহিত আসামীদের জমিজমা সংক্রান্তে বিরোধ চলে আসছিল। গত ১১ অক্টোবর ২০২৪ খ্রি. অনুমান ১১টায় ভিকটিম নিহত মিন্টু মিয়া (৬০) ও তার ভাই ভিকটিম মোঃ ইব্রাহিম মিয়া (৬২)দ্বয় জমি হতে ঘাঁস কেটে ফেরার পথে ময়মনসিংহ কোতোয়ালী থানার বাদেকল্পা মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের পশ্চিম পাশে পৌঁছামাত্রই আসামীগণ পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে মিন্টু মিয়া (৬০) ও তার ভাই মোঃ ইব্রাহিম মিয়া (৬২) গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। সংবাদ পেয়ে বাদীর মা ও বোন ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মিন্টু মিয়া (৬০) ও তার ভাই মোঃ ইব্রাহিম মিয়া (৬২)দ্বয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিন্টু মিয়া (৬০)‘কে মৃত ঘোষনা করে। পরবর্তীতে নিহতের ছেলে মোঃ আলী হোসেন মিতুল (৩৪) বাদী হয়ে ময়মনসিংহ‘র কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৬, তারিখঃ ১১ অক্টোবর ২০২৪ খ্রি.ধারা-১৪৩/৩৪১/৩০২/৩২৩/৩২৫/ ৩২৬/ ৩০৭/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০।
গ্রেফতারকৃত আসামী‘কে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।##

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার