স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
দৈনিক নয়া দিগন্ত’র ময়মনসিংহ জেলার মুক্তাগাছা সংবাদদাতা, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের জীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, মুক্তাগাছা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক মুর্শেদ আলম খাঁন লিটন (৫৯) গত সোমবার রাত সাড়ে আটটায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র ছেলে এবং মা-ভাইবোনসহ অসংখ্য স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর শহরের লক্ষ্মীখোলা কেন্দ্রীয় পৌর গোরস্থান মাদ্রাসা মাঠে জানাজায় হাজারো মুসল্লী শরীক হন। জানাজা শেষে লক্ষ্মীখোলার পৌর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে দৈনিক নয়া দিগন্ত পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। এছাড়াও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুক্তাগাছা প্রেসক্লাবের সভাপতি এফ এম এ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, হাজী কাশেম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা এবং মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বজরং আগরওয়ালাসহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। জানাজার আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে তার মরদেহ মুক্তাগাছা প্রেসক্লাবের প্রাঙ্গনে রাখা হলে প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। ##