জুলাই গণহত্যার বিচার দাবীতে ময়মনসিংহে ছাত্র শিবির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জুলাই গণহত্যার বিচার দাবীতে ময়মনসিংহে ছাত্র শিবির বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
জাতীয় ছাত্র সংহিত সপ্তাহ পালন উপলক্ষে জুলাই গণহত্যার বিচার দাবীতে ময়মনসিংহে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র শিবির  ময়মনসিংহ মহানগর  শাখা। ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্টেশন গেইট কৃষ্ণচুড়া চত্বরে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন,. জুলাই গণহত্যার সাথে জড়িত সকলের বিচার অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। . ফ্যাসিবাদের দোসর অনেকের জামিন হচ্ছে, যা দু:খজনক বলে উল্লেখ করেন। . ইসকনের নামে উগ্রবাদী সন্ত্রাসীরা দেশের মানুষদের উপর হামলা করছে।  চট্টগ্রামে একজন বিশিষ্ট আইনজীবীকে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান।

নেতৃবৃন্দ আরো বলেন,  অপরাধীদের গ্রেফতার এবং বিচারের মুখোমুখি না করার কারনে দেশে তারা নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি করছে। বিভিন্ন ইস্যু তৈরি করে দেশে অস্থিতিশীল পরিবেশ করার পায়তারা করছে। ক্যাম্পাসে লেখা পড়ার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সকলের দায়িত্বশীল ভূমিকা কামনা করছি। ছাত্রদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব নয় ঐক্য গড়ে তুলতে হবে। কোনো ট্রাপে পা দেওয়া যাবেনা।।।

মিছিলে নেতৃত্বে দেন ও বক্তব্য রাখেন,  ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিল্প ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ তাওফিক, কেন্দ্রীয় ব্যবসা শিক্ষা বিষয়ক সম্পাদক মো: সালাউদ্দীন, জেলা শিবিরের সভাপতি হুমাউন কবির ও জেলা সেক্রেটারি এমদাদুল হক , ময়মনসিংহ মহানগর সভাপতি শরিফুল ইসলাম খালিদ ও মহানগর সেক্রেটারি আব্দুর রহমান, বাকৃবির সভাপতি ফকরুল ইসলাম, বাকৃবির সেক্রেটারি, আবু নাসের তহা প্রমুখ। ###

মতিউল আলম