ত্রিশালে ৫ ইটভাটায় অভিযান, সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর  ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫টি অবৈধ ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার , ২৭ নভেম্বর সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পযর্ন্ত পরিচালিত অভিযানে উপজেলার ৫টি অবৈধ ইটভাটাকে এই জরিমানা করা হয়। সেই সাথে এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করতে কয়েকটি ইটভাটা আংশিক ভেঙে দেয় ভ্রাম্যমান আদালত।

ত্রিশালে ৫ অবৈধ ইটভাটায় অভিযান, ১৬ লাখ জরিমানা

ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হলে তা আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশাল উপজেলার ৫ টি ইটভাটাকে মোট সাড়ে ১৬ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়াও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ভাটার অংশ বিশেষ ভেঙে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল ত্রিশাল থানা পুলিশের একটি টিম।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার