You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫টি অবৈধ ইটভাটাকে সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার , ২৭ নভেম্বর সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পযর্ন্ত পরিচালিত অভিযানে উপজেলার ৫টি অবৈধ ইটভাটাকে এই জরিমানা করা হয়। সেই সাথে এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করতে কয়েকটি ইটভাটা আংশিক ভেঙে দেয় ভ্রাম্যমান আদালত।
ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হলে তা আমলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশাল উপজেলার ৫ টি ইটভাটাকে মোট সাড়ে ১৬ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও পরিদর্শক মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়াও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করার জন্য কয়েকটি ভাটার অংশ বিশেষ ভেঙে দেওয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল ত্রিশাল থানা পুলিশের একটি টিম।