ময়মনসিংহ রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লীগ- ২৪-২৫ খেলার উদ্বোধন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 
আজ মঙ্গলবার বিকাল আড়াইটায় ময়মনসিংহ রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে ফেডারেশন কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০ ২৪-২৫ খেলা শুরু হয়েছে। খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোখতার আহমেদ, বিশেষ অতিথি ছিলেন ডিআইজি আশরাফুর রহমান, জেলা প্রশাসক মফিদুল আলম, ও পুলিশ সুপার আজিজুল ইসলাম, ময়মনািসংহ বিভাগীয় ফুটবল এসোসিয়েনের সভাপতি আবদুল্লাহ আল ফুয়াদ, ময়মনািসংহ জেলা ফুটবল এসোসিয়েনের সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন। ফেডারেশন কাপে উদ্বোধনী খেলায় অংশ নেন বাংলাদেশ পুলিশ এফ সি বনাম ফ্রটিস এফসি লিঃ। ৮টি দল খেলায় অংশ নিয়েছে। আগামী ৬ ডিসেম্বর বিকাল আড়াইটায় চট্টগ্রাম আবাহনী লিঃ বনাম রহমতগঞ্জ এম এফএস বিপিএল খেলা অনুষ্ঠিত হবে। ##

মতিউল আলম

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার