You must need to login..!
Description
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তারেক রহমান খালাস পাওয়ায় ময়মনসিংহের ত্রিশালে আনন্দ মিছিল হয়েছে। সোমবার বিকেলে ত্রিশাল উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় থেকে এ আনন্দ মিছিলটি শুরু হয়ে মাদানি সিএনজি হয়ে পুনরায় অস্থায়ী দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে মিছিল পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভুঁইয়া। সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম,যুগ্ম আহ্বায়ক মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন,আনিছুজ্জামান মৃধা,আব্দুল আউয়াল ফরাজি, জিয়াউল হাসান জামিল, আব্দুল মতিন, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলেক চাঁন দেওয়ান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিলন প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক, ফারুক আহমেদ, ত্রিশাল পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মৎস্য জীবি দলের আহ্বায়ক সাফিত আল সাহিন, ত্রিশাল উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সাবেক যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত, ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুন, সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শোভা প্রমুখ।
এনামুল হক ভূঁইয়া তার বক্তব্যে বলেন, মূলত জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই ষড়যন্ত্রমূলক এই মামলায় আসামি করা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা ন্যায়বিচার পেয়েছি। এতে দেশবাসীও আনন্দিত। ইনশাআল্লাহ অচিরেই তারেক রহমান বীরের বেশে দেশের মাটিতে ফিরে আসবেন। এ সময় ‘তারেক রহমান আসবে ফিরে বীরের বেশে বাংলাদেশে’ এই শ্লোগানে মুখরিত হয়ে উঠে ত্রিশালের রাজপথ।