ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক বিক্রেতা গ্রেপ্তার

ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক বিক্রেতা গ্রেপ্তার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ   

ময়মনসিংহে ৪ হাজার পিস ইয়াবাসহ দুজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার নগরীর মাসকান্দা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন।

গ্রেপ্তাররা হলো তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামের আবদুল কাইয়ুম (৩০) ও গৌরীপুরের শাহাবাজপুর গ্রামের আমিরুল ইসলাম (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা, ১ লাখ ৭৫ হাজার টাকা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, ‘অভিযানের বিষয়টি টের পেয়ে চক্রটির প্রধান পালিয়ে গেছে। টেকনাফ থেকে এ চক্রটি ইয়াবার চালান নিয়ে আসত। এ নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’