তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় গলায় ওড়না পেঁচিযে ইয়াসমিন আক্তার (১২) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।পুলিশ গতকাল শনিবার দুপুরে বসর ঘর থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার কাকনি ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামের উসমান গনির কন্যা ও বরুয়াই মহিলা মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্রী ইয়াসমিন আক্তার শুক্রবার দিবাগত রাতে নিজ বসত ঘরের পক্ষে ঘুমাতে যায়। সকালে ঘুম থেকে না উঠা পরিবারের লোকজন ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে কক্ষের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে।তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ টিপু সুলতান জানান,খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।