মমনসিংহে বালুভর্তি লড়ি চাপায় যুবকের মৃত্যু

মমনসিংহে বালুভর্তি লড়ি চাপায় যুবকের মৃত্যু

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালু ভর্তি লড়ি থেকে পড়ে চাকায় পিষ্ট হয়ে সজিব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ৮টার দিকে গফরগাঁও – ভালুকা সড়কের শিবগঞ্জ বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সজিবের বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মেলাদী গ্রামে। তার বাবার নাম মোঃ আব্দুর রহিম।
স্থানীয় সূত্রে জানা যায়, বালু ভর্তি লড়িটি গফরগাঁও থেকে-ভালুকা যাচ্ছিল। পেশাগত কারণে সজিব লড়িতে যাতায়াত করছিলেন। এসময় তিনি লড়ির উপর বসে ঘুমাচ্ছিলো। হঠাৎ ঘুমন্ত অবস্থায় লড়ি থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পর লড়িসহ ড্রাইভার পলাতক রয়েছে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছ মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এনায়েতুর রহমান