ময়মনসিংহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ 

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।
শনিবার সকালে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: ইউসুফ আলী। তিনি বলেন, আমাদেরকে একটি হীন উদ্দেশ্য চরিতার্থ জাতিতে পরিণত করার জন্য ১৪ই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যা ঘটিয়েছিল। ১৬ই ডিসেম্বরে আমাদের বিজয় নিশ্চিত হয়েছিল জেনেই বিজয়ের দুইদিন আগে তারা ভিন্নরুপ চিন্তা করেছে, এই দেশ যদি স্বাধীন হয়, এই দেশ যদি টিকে থাকে তাহলে অনেকের সমস্যা হবে এবং এই জন্য জাতিকে মেধাশূন্য করার প্রয়াস থেকে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম সভাপত্বির বক্তব্যে বলেন, ১৯৭১ সালে পাকিস্তানিরা আমাদের উপর তাদের সাংস্কৃতিক গোলামী, অর্থনৈতিক এবং সামাজিক নিপীড়ন চালিয়ে দিয়েছিল, যার ধরুন এদেশের মানুষ তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। ফলশ্রুতিতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। শহিদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথ অনুসরণ করে সমাজ ও দেশ গড়তে পারলেই তাঁদের আত্মত্যাগ সার্থক হবে। । শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ আমাদেরও অনুপ্রাণিত করে একটি স্বাধীন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে।

সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি শরিফুর রহমান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আজিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুদ্দিন।

আলোচনা সভায় বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে আগত সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ নগরবাসী উপস্থিত ছিলেন।###

মতিউল আলম