
You must need to login..!
Description
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁও উপজেলা বিএনপি ও জামায়াতে ইসলামী আলোচনা সভায় আয়োজন করে। প্রতিটি ইউনিয়নে বিএনপি ও জামায়াতে ইসলামী বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।প্রায় ১৫বছর পর বিএনপি ও জামায়াতে ইসলামী মুক্ত ভাবে এ দিবসটি পালন করে। এদিকে গফরগাঁও উপজেলায় বিপুল উৎসাহ-উদ্দীপনার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে দিনভর আজ সোমবার।
কর্মসূচীর মধ্যে ছিল ভোর ৬টা ৩৬ মিনিটে ৩১বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা ঘটে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে পুস্পতর্বক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বিএনপি, জামায়াতে ইসলামী, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দলও বিভিন্ন স্কুল, মাদরাসা ও কলেজ শিক্ষা প্রতিষ্ঠান।
বেলা উঠার সাথে সাথে বিভিন্ন সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টার দিকে গফরগাঁও মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন ও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ।
বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে । এ ছাড়া হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন করা হয় । উপজেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেয়া হয় ।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন ও বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি ।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ গফরগাঁওয়ে ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও পাগলা থা্নার সাবেক আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানার নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন।