মোঃ রফিকুল ইসলাম খোকন নান্দাইল( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণ ও নির্যাতনে নিহত শিক্ষার্থী পাপিয়া আক্তার (১৫) এর ধর্ষক হোসাইনকে অবিলম্বে গ্রেফতার সহ সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নিহত ওই শিক্ষার্থীর বাড়ির পাশে নান্দাইল – হোসেনপুর সড়কে উক্ত মানববন্ধনে ধর্ষকের দ্রুত বিচারের দাবী জানায় ধর্ষিতার পরিবার ও এলাকার জনগণ । জানা গেছে, অপহৃত পাপিয়াকে ধর্ষণ ও নির্যাতনে হত্যাকারী ধর্ষক হোসাইন একই ইউনিয়নের কুচুরী চরপাড়া গ্রামের হানিফ মিয়ার পুত্র। হোসাইন ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব সহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। গত ১লা জুন/২৪ইং প্রাইভেট পড়তে যাওয়ার সময় জোরপূর্বক উঠিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে দলবেঁধে ধর্ষণসহ শারীরিক নির্যাতন করে। পরে ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ৩ মাস পর ৬ সেপ্টেম্বর বাড়ির পাশে নান্দাইল – হোসেনপুর রাস্তায় গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায় ধর্ষক হোসাইন। নির্যাতনে পাপিয়া আক্তার তাঁর ডান চোখ হারানোর পর অবশেষে চিকিৎসার অভাবে ১৬ ডিসেম্বর মারা যায়। বাকচান্দা আব্দুস সামাদ একাডেমির ছাত্রী পাপিয়া সিংরইল ইউনিয়নের নারায়ণপুর গ্রামের কৃষক আবুল কালামের মেয়ে।###